২ ডিসেম্বর, ২০২৫ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ

চকরিয়ায় নাশকতা রোধে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা বেতন পাচ্ছেন না দেড়মাস ধরে

s1
চকরিয়ায় মহাসড়কে নাশকতা রোধে দিবা-রাত্রি দায়িত্ব পালন করছেন মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত ১৪০ আনসার সদস্য। অভিযোগ উঠেছে, জীবন বাজি রেখে এসব আনসার সদস্য দায়িত্ব পালন করলেও গত দেড়মাস ধরে তাঁরা বেতন পাচ্ছে না। এ অবস্থার কারনে এসব আনসার সদস্য বেতন না পাওয়ায় পরিবার সদস্যদের নিয়ে চরম বিপাকে পড়েছে। তাঁরা অবিলম্বে তাদের বেতন নিশ্চিতের দাবি জানিয়েছেন সরকারের কাছে।
জানা গেছে, গত ৫ জানুয়ারীর পর থেকে সারাদেশে বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে। সারাদেশের মতো এর প্রভাব পড়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়ে। এ অবস্থার প্রেক্ষিতে প্রশাসন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নাশকতা প্রতিরোধে সর্তক অবস্থানের জন্য মাস্টাররোলে ১৪০জন আনসার সদস্যকে নিয়োগ দেন।
সুত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারী থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে বর্তমানে কর্মরত রয়েছে মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা। একাধিক আনসার সদস্য জানিয়েছেন, তাঁরা প্রশাসনের নির্দেশে উপজেলা আনসার ভিডিপি বিভাগের অধীনে গত দেড়মাস ধরে মহাসড়কে নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু দীর্ঘ দেড়মাস সময় অতিবাহিত হলেও এখনো তাঁরা বেতন পাননি। এ অবস্থার ফলে তাদের অভাব-অনটনের পরিবারে চরম দুর্দিন চলছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছরওয়ার আলম বলেন, মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত এসব আনসার সদস্য বেশির ভাগ দরিদ্র শ্রৈনীর। দেড়মাস ধরে তাঁরা বেতন পাচ্ছে না একথা সত্য। তবে শুনেছি ঢাকা থেকে তাদের বেতন ছাড় হয়েছে। আশা করি চলতি সপ্তাহের মধ্যে তাঁরা বেতন পেয়ে যাবে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।