২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় দুর্নীতিবিরোধী শপথ নিলেন বদরখালী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

 


চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজে দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সো”চার হওয়ার আহবান জানিয়েছেন। তারা একাত্তরের মতো দুর্নীতি প্রতিরোধে আরো একটি আন্দোলন প্রয়োজন বলে মত প্রকাশ করেন। দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়ার সহযোগিতায় স্ব”ছতার জন্য নাগরিক (স্বজন) গ্রুপের উদ্যোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘোষিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার সকালে কলেজে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে শুরু হয় দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী। এতে ২৪টি বিভিন্ন ধরনের দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় শুরু দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা।
‘দুর্নীতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান অন্তরায়’ এই বিষয়ের উপর কলেজের শিক্ষার্থীরা দু’টি গ্রুপে বিভক্ত হয়ে বিতর্কে অংশ নেয়। কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন টিআইবি’র স্বজন গ্রুপের সমন্বয়ক এইউএম শহীদুল্লাহ। এতে বিচারকের দায়িত্ব পালন করেন কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, আফসরুজ্জামা ও রাকিব হাসান বাপ্পি। বিতর্কে বিপক্ষ দল জয়ী হন এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের আকরিফা জন্নাত। এরপর শুরু হয় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন।
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের দেশপ্রেম, দুর্নীতির ক্ষতি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব, টিআই-টিআইবি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশন শেষে বাংলাদেশের স্বাধীনতা ও দুর্নীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন স্বজন সদস্য জিল্লুর রহমান। এতে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। কুইজ শেষে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক। শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য জিয়া উদ্দিন, কলেজের শিক্ষক মোহাম্মদ ইবরাহীম, নুর মোহাম্মদ হানিফ প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বজন সদস্য সাইদুল হক চৌধুরী, হেলাল উদ্দিন, মোঃ জাকারিয়া এবং কলেজের শিক্ষকবৃন্দ। অত্যন্ত প্রাণবন্ত উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনির হোসেন ভুঁইয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।