৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালীতে ট্রাকের ধাক্কায় আহত নাইমুর নামের ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নাইমুর খুটাখালী গর্জনতলী এলাকার ব্যবসায়ী আবুল হোসেনের মেয়ে।

এর আগে একইদিন সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনায় শিশুটি আহত হয়েছিল।

স্থানীয় লোকজন জানায়, মহাসড়ক পার হচ্ছিল শিশু নাইমু। এসময় কক্সবাজার অভিমূখী একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় ১৩ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এটি পুলিশ ফাঁড়িতে রয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি ফাঁড়িতে জব্দ রাখা হলেও চালক পলাতক রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।