২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় জেলে সমাবেশ অনুষ্ঠিত

tmp_12322-chakaria-picture-06-12-16-422682381

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর বলেছেন, উপজেলার চিংড়িজোনে গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনুছসহ যেসব প্রভাবশালীদের চিংড়ি জমি রয়েছে তা আইনের মাধ্যমে লিজ বাতিল করে সাধারণ জেলেদেরকে বরাদ্ধ দেয়ার ব্যবস্থা নেয়া হবে। যাতে দরিদ্র জেলেরা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে দিনযাপন করতে পারে। বহিরাগত এলাকার প্রভাবশালীরা চকরিয়ার সম্পদ দখলে রাখতে পারবেনা। রাখার অধিকার তাদের নেই। এ এলাকার সম্পদ এই এলাকার গরীব মানুষরা পাবে। তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা দরিদ্র জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে। সরকার জেলেদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের আওতায় এনেছে। সকল ধরণের সরকারি সুযোগ সুবিধা জেলে পরিবার গুলোকে দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয়মঞ্চে জেলে সমিতির আয়োজনে অনুষ্টিত বিশাল জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি লিটন দাশের সভাপতিত্বে অনুষ্টিত জেলে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন জাতীয় মৎস্যজীবি ক্ষুদ্র জেলে সমিতি কক্সবাজার জেলার সভাপতি মো.আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মৎস্যজীবি জেলে সমিতি জেলা সাধারণ সম্পাদক ফোরকান আহমদ, উপজেলা পুজা উদযাপন পরিষদ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন ও জাতীয় মৎস্যজীবি জেলে সমিতি জেলার সহ-সভাপতি কৃষ্ণদাশ।
চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলে সম্প্রদায়ের নেতা রবি জলদাশ, চিত্রসেন, জামাল উদ্দিন, জালাল উদ্দিন টেকনাফ, হরিসেন জলদাশ, মুজিব, সুজন দাশ, সুমন, রাজকুমার, রামপদ, হীরামন, প্রদীপ, প্রকাশ দাশ, দিলীপ দাশ, মিলন দাশ, খোকন দাশ, রাজীব দাশ, আবু তাহের, পেঠান ও অম্বরিশ প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলে সম্প্রদায়ের বিপুল পরিমাণ নারী পুরুষ অংশ নেয়। সমাবেশে জাতীয় মৎস্যজীবি ক্ষুদ্র জেলে সমিতি কক্সবাজার জেলার সভাপতি আশরাফ আলী এতদাঞ্চলে জেলেদের জীবনযাত্রা ও তাদের সমস্যা এবং তাদের দাবি দাওয়া লিখিত আকারে প্রধান অতিথির কাছে তুলে ধরেন। উত্তরে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম সরকারের সিদ্বান্ত মোতাবেক জেলেদেরকে সব ধরণের সহায়তার আশ^াস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।