২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

চকরিয়ায় জাতীয় পাটির প্রধানকার্যালয় উদ্বোধন ও পল্লীবন্ধু এরশাদের ৮৮তম জন্মদিন উদযাপন

 


জাতীয় পার্টি চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৮৮তম জন্মদিন কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। একই সাথে উপজেলা পরিষদ সড়কের সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের কার্যালয় উদ্বোধন ও পাটি চেয়ারম্যানের জন্মদিনের কেক কেটে উৎসবের সুচনা করেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ।
চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন কমিশনারের সভাপতিত্বে ও মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় গত সোমবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন দুলাল, সহসভাপতি আনোয়ারুল এহেছান বুলু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা এবং কক্সবাজার জেলা পরিষদের সদ্য নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, চকরিয়া পৌরসভা মহিলা পাটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রেহেনা খানম রাহু, উপজেলা জাতীয় পাটির সহসভাপতি ও ডুলাহজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাতামুহুরী উপজেলা সাবেক সভাপতি মৌলভী ছিদ্দিক আহমদ, বর্তমান কমিটির সভাপতি টিপু সোলতান, চকরিয়া পৌরসভা সাধারণ সম্পাদক মুবিনুল হক নওশাদ, চকরিয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি আসমাউল হোসনা, সাধারণ সম্পাদক সজরুন্নাহার বুলু, চকরিয়া পৌরসভা মহিলা পাটির সাধারণ সম্পাদিকা কাউন্সিলর আনজুমান আরা বেগম, এমপির একান্ত সহকারি মো.নাজিম উদ্দিন, মাতামুহুরী জাতীয় পাটির সহসভাপতি বদিউল আলম প্রমুখ। এছাড়াও অনুষ্টানে জাতীয় পার্টি, ওলামা পার্টি, মহিলা পার্টি, কৃষকপার্টি, যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।