চকরিয়ায় পুলিশের তল্লাসি অভিযানে একটি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার হয়েছে। এসময় পুলিশ গাড়িটি চুরির সাথে জড়িত চোর সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার সময় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা নামক স্থানে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশের একটি টহল দল মঙ্গলবার রাতে তল্লাসি অভিযান পরিচালনাকালে চোরাই একটি সিএনজি অটো রিক্সা গাড়ি উদ্ধার করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইসময় গ্রেফতার করা হয় দুই গাড়ি চোরকে। ওসি বলেন, গ্রেফতারকৃত গাড়ি চোর কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মৃত হাসানের ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার ওবাইদুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৮) এর বিরুদ্ধে মামলা রুজু করার পর বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।