২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- একটা সময় ছিল পুলিশের নাম শুনলেই মানুষ ভয় পেত। থানার সঙ্গে মানুষের দূরত্ব ছিল অনেক। তখনকার পুলিশী সেবা মানবিক ছিল না। সেই বাংলাদেশের পুলিশ পুরোটাই বদলে গেছে। এখন যে কোন সামাজিক, মানবিক বিষয়েও পুলিশ সর্বদা মানুষের পাশে থাকছে। করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ মানুষের সেবায় নিয়োজিত ছিল। আর এখন থানা বলতেই সেবার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
এমপি জাফর আলম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিনরাত পরিশ্রম করছেন। এলাকায় এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ নির্মূলে সর্বদা কাজ করছেন পুলিশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে জনগণের পুলিশে রূপান্তরিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি পুলিশকেও জবাবদিহিতার আওতায় এনে কঠোর শান্তির বিধানও নিশ্চিত করেছেন। আসুন আমরা যারা কমিউনিটি পুলিশ হিসেবে স্ব স্ব এলাকায় দায়িত্ব পালন করতেছি, তারা সার্বক্ষণিক এলাকায় মাদকের কারবার, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এলাকায় যারা চোর, ডাকাত, ছিনতাইকারী বা বখাটে রয়েছে তাদের ব্যাপারে থানা পুলিশকে সঠিক তথ্য দিই। যাতে করে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পারে।

এমপি জাফর আলম শনিবার (২৯ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে চকরিয়া থানা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে থানা থেকে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন এমপি জাফর আলম।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন, চকরিয়া কলেজের অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়াসহ কমিউনিটি পুলিশিং কমিটির স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।