২৮ ডিসেম্বর, ২০২৫ | ১৩ পৌষ, ১৪৩২ | ৭ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

চকরিয়ায় অবৈধ দখলে রাখা জায়গা ফের বনবিভাগের কাছে ফেরত দেয়ার নির্দেশ

কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসের বেশ কিছু জায়গা ফের বন বিভাগের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। বনবিভাগের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত এ রায় দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা। ইতোমধ্যে জায়গা ছেঁেড় দেয়ার জন্য ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা গ্রামের মকছুদ আহমদের কাছে নোটিশ দিয়েছেন বন বিভাগ।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন স্বাক্ষরীত নোটিশে জানানো হয়েছে আর.এস -৬৫নং খতিয়ানের ২২৬নং দাগের ৪ একর এবং অপর দাগ নং ২০৩০ এর আন্দরের ১ একর সহ মোট ৬ একর ছগিরশাহ কাটা গ্রামের মৃত উকিল আহমদের পুত্র মকছুদ আহমদ ও একই গ্রামের বদি আলম ফকির ভিলেজার ও আশরাফুল আলমকে আসামী করে যে মামলা কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা হয় বনবিভাগের পক্ষ থেকে। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মামলার রায় হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বলেন, মামলার রায়ে মকছুদ আহমদকে অবৈধ দখলদার এবং বনবিভাগের উক্ত জমি ছেড়ে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সেহেতু বন বিভাগ কর্তৃক দেয়া নোটিশ পাওয়ার পর থেকে উক্ত জমি অন্য কেউ দাবী করতে পারবেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।