১৪ অক্টোবর, ২০২৫ | ২৯ আশ্বিন, ১৪৩২ | ২১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

চকরিয়ার ডুলাহাজারা কলেজের পরিচালনা কমিটি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির নির্বাচন শনিবার (১৮র্মাচ) কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে পরিচালনা কমিটির অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় সম্পন্ন করা হলেও শুধুমাত্র শিক্ষক প্রতিনিধি তিনটি পদে দু’টি প্যানেলে বিভক্ত হয়ে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পযর্ন্ত একটানা ভোট গ্রহণ চলে।
অনুষ্ঠিত নির্বাচনে কলেজের শিক্ষক শওকত আলী (জীব বিজ্ঞান) ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নুরুল আলম জিকু (ইংরেজী) পেয়েছেন ১৬ভোট। আজিজুল ইসলাম সোহেল (ইতিহাস) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট আজিজুল ইসলাম (গণিত) পেয়েছেন ১৩ ভোট। হুমায়রা খানম (ইংরেজী) ২৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জান্নাতুল ফেরদৌস (ইতিহাস) পেয়েছেন ১৪ ভোট। নির্বাচনে ৪০জন ভোটারের মধ্যে ৩৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন চলাকালে উপ¯ি’ত থেকে পর্যবেক্ষণ করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী, আলহাজ সেলিম উল্লাহ সহ পরিচালনা কমিটির সকল সদস্য এবং কলেজের সকল শিক্ষকমন্ডলী। অনুষ্ঠিত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন সহাকারী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের। এছাড়াও বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্টাতা ক্যাটাগরিতে আবদুল মতলব, দাতা সদস্য ক্যাটাগরিতে শওকত আলী, হিতৈষী জাফর আলম, অভিভাবক ক্যাটাগরিতে রোকন উদ্দিন, জসিম উদ্দিন ও আলা উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।