৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

চকরিয়ার অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারকে সহায়তা সামগ্রী দিল বাবৌযুপ

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালীন কক্সবাজারের চকরিয়ায় অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে হারবাং রাখাইন আদর্শ শিশু কিশলয় চত্বরে সংগঠনটির কক্সবাজার ও রামু শাখার উদ্যোগে দূর্যোগকালীন মানবিক উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে শিক্ষক মং ইয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া।

এ সময় তিনি বলেন, ১৯৬৭ সালে সংগঠনটি প্রতিষ্টার পর থেকে সারাদেশের ২০টি শাখা প্রান্তিক হতদরিদ্র ও জ্ঞাতীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি এও বলেন, দেশের যে কোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে সুন্দর সমাজ প্রতিষ্টায় সহায়ক হবে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম মিনাল, বৌদ্ধ যুব পরিষদ এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, রামু শাখার সহ-সভাপতি সুহাস বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, রামু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সত্যজিত বড়ুয়া, অব: শিক্ষক অংকাছিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবৌযুপ রামু শাখার সাধারণ সম্পাদক ডালিম বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।