২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চকরিয়ার অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারকে সহায়তা সামগ্রী দিল বাবৌযুপ

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালীন কক্সবাজারের চকরিয়ায় অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে হারবাং রাখাইন আদর্শ শিশু কিশলয় চত্বরে সংগঠনটির কক্সবাজার ও রামু শাখার উদ্যোগে দূর্যোগকালীন মানবিক উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে শিক্ষক মং ইয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া।

এ সময় তিনি বলেন, ১৯৬৭ সালে সংগঠনটি প্রতিষ্টার পর থেকে সারাদেশের ২০টি শাখা প্রান্তিক হতদরিদ্র ও জ্ঞাতীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি এও বলেন, দেশের যে কোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে সুন্দর সমাজ প্রতিষ্টায় সহায়ক হবে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম মিনাল, বৌদ্ধ যুব পরিষদ এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, রামু শাখার সহ-সভাপতি সুহাস বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, রামু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সত্যজিত বড়ুয়া, অব: শিক্ষক অংকাছিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবৌযুপ রামু শাখার সাধারণ সম্পাদক ডালিম বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।