২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চকরিয়া সরকারি হাসপাতাল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় এক অজ্ঞাতনামা (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। এর আগে রবিবার রাত সাড়ে ৭টার দিকে কে বা কারা ওই যুবকটিকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ফেলে চলে গেলে কতৃপক্ষ রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন।
গতকাল সোমবার (৩ জুন) ভোররাত ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যুবকটি। এদিন বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই যুবকটির লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিহত যুবকের নাম-পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় তার বার্তা প্রেরণের পাশাপাশি লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, হাসপাতাল কতৃপক্ষ অজ্ঞাতনামা যুবকের লাশের বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে জানালে ওসি’র নির্দেশে সোমবার বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। এ সময় লাশের মুখে ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান এস আই মো. মাজহারুল ইসলাম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা যুবকের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মঙ্গলবার সকালে লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। শেষ পর্যন্তও যদি ওই লাশের নাম-পরিচয় পাওয়া না যায় তাহলে পৌর কতৃপক্ষের মাধ্যমে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসাবেই দাফনের ব্যবস্থা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।