৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

চকরিয়া মুক্তিযোদ্ধা অানোয়ার বাঙ্গালী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

chakaria-muktijudda-anwar-bangali-18-11-16
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় জহির বাপের পাড়া স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।
লক্ষ্যারচর ফ্রেন্ডশীপ ক্লাবের আয়োজনে অনুষ্টিত টুর্ণামেন্টে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড দলকে ৩-২ গোলে পরাজিত করে ৫নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলাটি পরিচালনা করেন আজহার উদ্দিন। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। খেলার স্পন্সর ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার।
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আবছার সওদাগর, সাবেক সভাপতি কবির হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা যুবলীগ নেতা ক্রীড়া সংগঠক ওসমান আলী খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, ক্রীড়া সংগঠক মোহাম্মদ মোসাদ্দেক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক এমএ রাশেদ, যুবনেতা আবদুর রহিম, শ্রমিক নেতা আইয়ুব ড্রাইভার। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে ট্রপি এবং পুরুস্কার বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।