১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

চকরিয়া ডিগ্রি কলেজ উপাধ্যক্ষের বরখাস্তাদেশ অবৈধ ও বেআইনী ঘোষণা : স্বপদে পুন: বহালের আদেশ

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) মো. আবু তাহের’র বরখাস্ত আদেশ অবৈধ ও বেআইনী ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। পাশাপাশি তাঁকে স্বপদে পুন: বহালের আদেশও দিয়েছেন আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খাঁনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ৪ ডিসেম্বর এ রায় ঘোষণা করেন। মামলা পরিচালনাকারি হাইকোর্টের আইনজীবি মো. ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবি মো. ফখর উদ্দিন জানান, কক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আবু তাহেরকে বিগত ২০০৯ সালের ৯ ডিসেম্বর কলেজের গভর্নিং বডি বে-আইনীভাবে বরখাস্ত করে। উক্ত বরখাস্ত আদেশের বিরুদ্ধে মো. আবু তাহের বিগত ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আপীল করেন। উক্ত আপিলটি বিগত একই বছর ২৯ জুলাই নামঞ্জুর করায় উক্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত উপাধ্যক্ষ মো. আবু তাহের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে (৬৮২৭/১৪ নম্বর) রীট পিটিশন দাখিল করেন। উক্ত রীট পিটিশনটির দীর্ঘ শুনানী শেষে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খাঁনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তার বরখাস্তাদশে বেআইনী ও অবৈধ বলে রায় দিয়েছেন। রায়ে মো. আবু তাহেরকে চকরিয়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে স্বপদে চাকুরীতে পুন:বহালের আদেশও দেয়া হয়।
তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে অবৈধ ভাবে তদন্ত কমিটি গঠন ও শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অমান্য করে তাকে বরখাস্ত করা হয়। কোন ধরনের কারণ ব্যাখ্যা না করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আপীলটি নামঞ্জুর করেন। এটি একজন নাগরিকের আইনী অধিকার থেকে বঞ্চিত করণের সামিল। তাই তাকে বহিস্কার আদেশটি আইনসিদ্ধ না হওয়ায় মো. আবু তাহেরকে স্বপদে চাকুরীতে পুন:বহালের আদেশ দেয়া হয়।
মো. আবু তাহেরের পক্ষে মামলা পরিচালনা করেন এড. মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ফখর উদ্দিন এবং আলীফ আকতার রুমেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।