৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

চকরিয়ার ১৫ হাজার মানুষ আগেরদিন কক্সবাজার অবস্থান করবে, ৮৪টি হোটেল বুকিং, খাবারের ব্যবস্থাও থাকবে -এমপি জাফর

বার্তা পরিবেশক :
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- আগামী ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কক্সবাজারের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই লক্ষ্যে চকরিয়া থেকে ২০ হাজার মানুষ জনসভায় যোগ দেবে। তবে আগেরদিন অর্থাৎ ৬ ডিসেম্বর ১৫ হাজার মানুষ আগেভাগেই কক্সবাজারেই চলে যাবেন।

এমপি জাফর আলম বলেন, ‘এসব মানুষের থাকার জন্য কক্সবাজার শহরের ৮৪টি হোটেল অগ্রীম বুকিং দিয়ে ভাড়াও পরিশোধ করে দেওয়া হয়েছে। এছাড়াও তাদের দুই বেলা খাবারেরও ব্যবস্থা থাকবে। এজন্য জনপ্রতি ৪০০ টাকা হারে পরিশোধ করে দেওয়া হয়েছে। বাকী ৫ হাজার মানুষ ৭ ডিসেম্বর সকালে চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন গাড়িযোগে।’

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভা কৃষকলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত তথ্য তুলে ধরেন এমপি জাফর আলম। রোববার (০৪ ডিসেম্বর) রাতে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ অভিজাত রেষ্টুরেন্ট এরিস্টো ডাইনের ব্যাংকুয়েট হলে কৃষকলীগ আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আমির হোসেন আমু। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাসেল।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং কৃষকলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।