৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চকরিয়ার কলেজছাত্র মোর্শেদ আলী হত্যার পরিকল্পনাকারী গ্রেপ্তার

ck13-mdr-640x351কক্সবাজারের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মোর্শেদ আলী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাফর আলমকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার রাতে উপজেলার চিরিংগাস্থ জনতা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাফর আলম চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জনতা মার্কেট এলাকার মৃত মোজাহের আহমদ কোম্পানীর ছেলে। এই জাফর এলাকায় ভূমিদুস্য হিসেবেও পরিচিত।

পিবিআই কক্সবাজার অফিস সূত্র জানায়, গ্রেপ্তারকৃত জাফর আলমের বিরুদ্ধে হত্যাকাণ্ড ছাড়াও ভূমিদস্যুতা ও মানবপাচারের অভিযোগ রয়েছে। জাফর আলম বিভিন্ন এলাকার সরকারি জমি দখলকারী দরিদ্র লোকজনকে তার বাহিনী দ্বারা ভয়ভীতি, নির্যাতন ও মামলা মোকদ্দমায় জড়িয়ে উচ্ছেদ করে চকরিয়া, পেকুয়া ও বান্দরবানের লামা উপজেলায় শত শত একর সরকারি জায়গা দখলে রেখেছে। সেখানে একাধিক বাগান বাড়ি নির্মাণ এবং মৎস প্রজেক্ট তৈরী করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চকরিয়ার বরইতলী ইউনিয়নের চাঁন্দের বাপের পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ পড়ুয়া ছাত্র মোর্শেদ আলী। তিনি বরইতলি ইউনিয়নের মাহমুদ নগর পাহাড়তলী এলাকায় দু’বছর আগে বনবিভাগের আনুমানিক দুই কানি পাহাড়ী জমি অবৈধভাবে ঘেরাও দিয়ে একটি দোচালা ঘর নির্মাণ করেন। কিন্তু গ্রেপ্তারকৃত জাফর আলম উক্ত জমি কিনতে মোর্শেদকে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে প্রাণনাশের হুমকির মুখে মোর্শেদ আলী দেড়কানি জমি জাফর আলমকে দু’লাখ টাকায় বিক্রি করতে রাজি হয়।

এদিকে জাফর কয়েক দফায় মোর্শেদকে ১ লাখ ৪৮ হাজার টাকা দেয়। পরবর্তীতে মোর্শেদ আলী বাজার মূল্যে উক্ত জমির দাম ছয় লাখ টাকার বেশি হবে দাবি করে জাফর আলমকে জমি দিতে অস্বীকৃতি জানায়। এতে জাফর আলম ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৩ মার্চ সন্ধ্যায় জাফর আলমের নির্দেশে জসিম উদ্দিনের নেতৃত্বে অন্তত ২৫ জন মিলে মোর্শেদ আলীকে মারধর করে। পরে দ্রুত উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে মোর্শেদ মারা যায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কক্সবাজার জেলা টিমের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোর্শেদ হত্যার ঘটনায় ৪ মার্চ সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা হয়। এই মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। গ্রেপ্তারকৃত জাফর আলমই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে তদন্তে উঠে এসেছে। ইতিপূর্বে এই মামলার অন্যতম আসামী জসিম উদ্দিনকেও পিবিআই গ্রেপ্তার করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।