১০ ডিসেম্বর, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চকরিয়ায় সনাক-টিআইবি উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় ‘মা’ ফোরাম গঠন


চকরিয়ায় “প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চাই স্ব”ছতা ও জবাবদিহিতা” এই স্লোগানে প্রাথমিক বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য মা’দের নিয়ে সক্রিয় মা ফোরাম গঠনের লক্ষ্যে এক সভা বৃস্পতিবার বেলা এগারটায় উপজেলার পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি উক্ত সভাটি আয়োজন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় সক্রিয় মা ফোরাম গঠনের উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন। সভায় উপস্থিত মায়েরা পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন, স্বে”ছাসেবার ভিত্তিতে বিদ্যালয়ের স্বার্থে কাজ করা, বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সন্তানের পড়ালেখার মানোন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। সভায় অংশগ্রহণকারি মায়েরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সো”চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারিদের মধ্য থেকে বাছাইকৃত এবং স্বে”ছাসেবার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ২১ জন মা নিয়ে সক্রিয় মা ফোরাম গঠন করা হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি সদস্য আবুল কালাম এবং মা’দের পক্ষ থেকে বক্তব্য রাখেন পারভিন আকতার, জোবেদা বেগম, জেসমিন আক্তার প্রমুখ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।