১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

চকরিয়ায় মায়ের ঋণের টাকার জন্য কথা কাটাকাটি,ছেলেকে অপহরণের অভিযোগ!

Ovijog
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বানিয়ার ডেইল এলাকায় ব্যাংক থেকে নিয়ে দেয়া ঋণের টাকার জন্য কথা কাটাকাটির জের ধরে মাদরাসা পড়–য়া ছেলে জাহেদুল ইসলামকে (১২) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আবু সালাম বাদি হয়ে মঙ্গলবার উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্থানীয় নুরুল ইসলামসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে মামলার বাদি আবু সালাম জানান, তার স্ত্রী জাহেদা বেগম পারিবারিক অভাব অনটনের কারণ দেখানোর ফলে সরলতার মাধ্যমে একই এলাকার নুরুল ইসলামসহ তার স্বজনদের স্ত্রীদেরকে বিভিন্ন এনজিও সংস্থা এবং ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে দেন। টাকা নেয়ার পর অভিযুক্তরা কিস্তির টাকা পরিশোধ করতে নানাভাবে তালবাহানা শুরু করে। এ ঘটনায় কিছুদিন আগে তার স্ত্রী জাহেদা বেগমের সাথে অভিযুক্ত প্রতিবেশি এসব ব্যক্তির স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি ঘটে।
বাদি আবু সালাম দাবি করেন, কথা কাটাকাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ১৪ অক্টোবর বিকালে তার মাদরাসা পড়–য়া ছেলে (স্থানীয় দিগরপানখালী দারুল উলুম মাদরাসার ছাত্র) জাহেদুল ইসলামকে পথরোধ করে একটি সিএনজি গাড়িতে তুলে চট্টগ্রামের অপহরণ করে নিয়ে যাচ্ছিল। পরে খবর পেয়ে ঘটনার পরদিন চট্টগ্রামের চান্দগাও থানার এসআই আলতাফ হোসেনসহ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অপহরণকারীদের কবল থেকে ছেলেকে উদ্ধার করেন। ঘটনার ব্যাপারে স্থানীয় ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে অবহিত করা হয়। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।