১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা

চকরিয়ায় মায়ের ঋণের টাকার জন্য কথা কাটাকাটি,ছেলেকে অপহরণের অভিযোগ!

Ovijog
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বানিয়ার ডেইল এলাকায় ব্যাংক থেকে নিয়ে দেয়া ঋণের টাকার জন্য কথা কাটাকাটির জের ধরে মাদরাসা পড়–য়া ছেলে জাহেদুল ইসলামকে (১২) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আবু সালাম বাদি হয়ে মঙ্গলবার উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্থানীয় নুরুল ইসলামসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে মামলার বাদি আবু সালাম জানান, তার স্ত্রী জাহেদা বেগম পারিবারিক অভাব অনটনের কারণ দেখানোর ফলে সরলতার মাধ্যমে একই এলাকার নুরুল ইসলামসহ তার স্বজনদের স্ত্রীদেরকে বিভিন্ন এনজিও সংস্থা এবং ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে দেন। টাকা নেয়ার পর অভিযুক্তরা কিস্তির টাকা পরিশোধ করতে নানাভাবে তালবাহানা শুরু করে। এ ঘটনায় কিছুদিন আগে তার স্ত্রী জাহেদা বেগমের সাথে অভিযুক্ত প্রতিবেশি এসব ব্যক্তির স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি ঘটে।
বাদি আবু সালাম দাবি করেন, কথা কাটাকাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ১৪ অক্টোবর বিকালে তার মাদরাসা পড়–য়া ছেলে (স্থানীয় দিগরপানখালী দারুল উলুম মাদরাসার ছাত্র) জাহেদুল ইসলামকে পথরোধ করে একটি সিএনজি গাড়িতে তুলে চট্টগ্রামের অপহরণ করে নিয়ে যাচ্ছিল। পরে খবর পেয়ে ঘটনার পরদিন চট্টগ্রামের চান্দগাও থানার এসআই আলতাফ হোসেনসহ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অপহরণকারীদের কবল থেকে ছেলেকে উদ্ধার করেন। ঘটনার ব্যাপারে স্থানীয় ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে অবহিত করা হয়। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।