১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২ | ২৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় বন ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত দুই জন আটক



বিশেষ প্রতিবেদক:

চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বন মামলা ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। গত ২৬ জুলাই (শনিবার) গভীর রাতে উপজেলার লক্ষ্যারচর বাইঘ্যাপাড়ার জিদ্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটক বন মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, লক্ষ্যারচর এলাকার আবদুল করিমের পুত্র আলী হোসেন (৪৫)। তার বিরুদ্ধে বন মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত। অপর আসামি হলেন, বাইঘ্যাপাড়া এলাকার মৃত সুলতান আহমদের পুত্র জাহাঙ্গীর আলম (৫৫)। তার বিরুদ্ধে প্রতারণা মামলায় ৬ মাসের সাজা প্রদান করে আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, বন মামলা ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তারা দীর্ঘদিন পলাতক ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এএসআই রাজীব ও এএসআই সোলাইমান ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদ জানান, শনিবার গোপন সংবাদ পেয়ে বনমামলা ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।