১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

চকরিয়ায় দ্বীনি শিক্ষার আলো ছড়াতে যাত্রা শুরু করলেন তা’ লিমুল উম্মাহ টেকনিক্যাল মাদরাসা

chakaria-pic-01-12-2016
চকরিয়ায় দ্বীনি শিক্ষার আলো ছড়াতে যাত্রা শুরু পৌর এলাকার বিদ্যাপীঠ স্কুলের পাশে সবুজবাগ এলাকায় গতকাল ১ ডিসেম্বর থেকে আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন শিক্ষা প্রতিষ্টান তা’ লিমুল উম্মাহ টেকনিক্যাল মাদরাসা। চকরিয়া আল আব্রার ফাউন্ডেশন পরিচালিত নতুন শিক্ষা প্রতিষ্টান তা’ লিমুল উম্মাহ টেকনিক্যাল মাদরাসায় উদ্বোধনের প্রথম দিন থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। ক্লাস শুরু হবে ২০১৭ সালের ১১ জানুয়ারী। প্রতিষ্টানে আলাদা আলাদা ৬টি বিভাগ চালু করা হয়েছে। তারমধ্যে রয়েছে (১) মাদরাসা বিভাগ, (২) হেফ্জ বিভাগ, (৩) নুরানী বিভাগ, (৪) বিশুদ্ধ কোরআন ও নামাজ শিক্ষা বিভাগ, (৫) বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য বিশুদ্ধ কোরআন ও নামাজ শিক্ষা বিভাগ, (৬) স্পেশাল শিশু শিক্ষা বিভাগ। সকল ধরণের যোগাযোগের জন্য অধ্যক্ষের কার্যালয় খোলা রয়েছে এবং ভর্তি সংক্রান্ত নিয়মাবলী ফরমের সাথে দেয়া হচ্ছে। ৬ষ্ঠ থেকে দাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের জন্য আলাদা ভাবে পর্দা সহকারে ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকাল আড়াইটায় মাদরাসা ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্টানে সভাপত্বি করেন সাহারবিল আনোয়ারুল কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মৌলভী শওকত উসমান। প্রধান অতিথি ছিলেন ছিকলঘাট আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ কফিল উদ্দিন এমএ। প্রধান আলোচক ছিলেন স্টেশনপাড়া জামে মসজিদের খতিব মামুনুল করিম। প্রতিষ্টানের কর্মকর্তা মোহাম্মদ মুছার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে মোহাম্মদ মিনারুল ইসলাম, সাংবাদিক একেএম বেলাল উদ্দিন, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আলমগীর, মাওলানা মোশারফ, মাওলানা নুরুল হক, মাওলানা মামুনুর রহমান, মাওলানা জাহেদুল ইসলাম, রফিক আহমদ ও ডাক্তার ফজল করিম প্রমুখ। এছাড়াও অনুষ্টানে মাদরাসার নবাগত বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।