২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

চকরিয়ায় দ্বীনি শিক্ষার আলো ছড়াতে যাত্রা শুরু করলেন তা’ লিমুল উম্মাহ টেকনিক্যাল মাদরাসা

chakaria-pic-01-12-2016
চকরিয়ায় দ্বীনি শিক্ষার আলো ছড়াতে যাত্রা শুরু পৌর এলাকার বিদ্যাপীঠ স্কুলের পাশে সবুজবাগ এলাকায় গতকাল ১ ডিসেম্বর থেকে আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন শিক্ষা প্রতিষ্টান তা’ লিমুল উম্মাহ টেকনিক্যাল মাদরাসা। চকরিয়া আল আব্রার ফাউন্ডেশন পরিচালিত নতুন শিক্ষা প্রতিষ্টান তা’ লিমুল উম্মাহ টেকনিক্যাল মাদরাসায় উদ্বোধনের প্রথম দিন থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। ক্লাস শুরু হবে ২০১৭ সালের ১১ জানুয়ারী। প্রতিষ্টানে আলাদা আলাদা ৬টি বিভাগ চালু করা হয়েছে। তারমধ্যে রয়েছে (১) মাদরাসা বিভাগ, (২) হেফ্জ বিভাগ, (৩) নুরানী বিভাগ, (৪) বিশুদ্ধ কোরআন ও নামাজ শিক্ষা বিভাগ, (৫) বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য বিশুদ্ধ কোরআন ও নামাজ শিক্ষা বিভাগ, (৬) স্পেশাল শিশু শিক্ষা বিভাগ। সকল ধরণের যোগাযোগের জন্য অধ্যক্ষের কার্যালয় খোলা রয়েছে এবং ভর্তি সংক্রান্ত নিয়মাবলী ফরমের সাথে দেয়া হচ্ছে। ৬ষ্ঠ থেকে দাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের জন্য আলাদা ভাবে পর্দা সহকারে ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকাল আড়াইটায় মাদরাসা ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্টানে সভাপত্বি করেন সাহারবিল আনোয়ারুল কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মৌলভী শওকত উসমান। প্রধান অতিথি ছিলেন ছিকলঘাট আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ কফিল উদ্দিন এমএ। প্রধান আলোচক ছিলেন স্টেশনপাড়া জামে মসজিদের খতিব মামুনুল করিম। প্রতিষ্টানের কর্মকর্তা মোহাম্মদ মুছার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে মোহাম্মদ মিনারুল ইসলাম, সাংবাদিক একেএম বেলাল উদ্দিন, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আলমগীর, মাওলানা মোশারফ, মাওলানা নুরুল হক, মাওলানা মামুনুর রহমান, মাওলানা জাহেদুল ইসলাম, রফিক আহমদ ও ডাক্তার ফজল করিম প্রমুখ। এছাড়াও অনুষ্টানে মাদরাসার নবাগত বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।