১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় দুই হাইওয়ে থানা পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমপি জাফর


বার্তা পরিবেশক :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ৩৯ কিলোমিটার এলাকার সড়ক নিরাপত্তায় কাজ করছে দুটি হাইওয়ে থানা তথা চিরিঙ্গা ও মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ‘ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, একসময় হাইওয়ে পুলিশের কর্মকাণ্ড ছিল খুবই ক্ষীণ। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাইওয়ে পুলিশকে বাস্তবিক অর্থে কাজে লাগিয়ে জনগণের সেবায় নিয়োজিত রেখেছে। এতে একদিকে সড়কে ফিরেছে শৃঙ্খলা, অন্যদিকে সড়কে কমে এসেছে অপরাধ প্রবণতা।
তিনি বলেন, বর্তমান সরকার সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন এবং যাত্রীসেবার মান উন্নয়নের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশের আগেকার ফাঁড়িকে থানাতে রূপান্তর করেছে। তাই আমার আশা থাকবে, হাইওয়ে পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যাত্রীসেবায় হয়রানিমূলক সেবা নিশ্চিত করবে।
রবিবার (১১ জুন) দুপুরে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কেক কাটাসহ নানা কর্মসূচীতে সভাপতিত্ব করেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া থানা ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলম আদর, কমিউনিটি পুলিশ সদস্য মেম্বার জিসান, তৌহিদ, খুটাখালী বাজার কমিটির সদস্য মো. রানা, থানার সেকেন্ড অফিসার জসীম উদ্দিন, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশে কর্মরত সকল অফিসার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের কর্মসূচীতে সভাপতিত্ব করেন  চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, পরিবহন শ্রমিক নেতা আবুল কালাম, মোহাম্মদ আবছার, মোহাম্মদ মুসা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।