১৭ অক্টোবর, ২০২৫ | ১ কার্তিক, ১৪৩২ | ২৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চকরিয়ায় গাছ কেটে লুট, গুলিবর্ষণ, ৫ বনকর্মীকে পিটিয়ে জখম

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুটের মহোৎসবকালে বাঁধা দিয়েছেন বনকর্মীরা। এসময় পাচারকারী চক্রের লোকজন চারিদিক থেকে বনকর্মীদের ঘিরে ধরে গুলিবর্ষণ করে ভীতি দেখিয়ে বেধড়ক মারধর করেছে। এতে পাঁচ বনকর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (২ জুন) দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিটের শাহওমর নগর এলাকার সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ঘটেছে এ হামলার ঘটনা। কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার
ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো. মেহেরাজ উদ্দিন জানিয়েছেন, গতকাল দুপুরে কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুটের  সময় বাঁধা দিতে গেলে কাকারা ইউপির সদস্য  এনামুল হক এনাম মেম্বারের ছেলে ও তাঁর ভাইয়ের নেতৃত্বে ১০/১৫ জনের একটি বনদুস্য চক্র জড়ো হয়ে বনকর্মী ও হেডম্যানের উপর হামলা চালায়। একপর্যায়ে তাঁরা বনকর্মীদের ভয়ভীতি দেখাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
এসময় তাদের হামলায় আহত হয়েছেন কাকারা বনবিটের হেডম্যান নেজাম উদ্দিন, বাগানমালী জাহাঙ্গীর আলম রাজিব, ফরেস্ট গার্ড মো: মাসুদ রানা, ফরেস্ট গার্ড মোহাম্মদ ইউসুফ আলী ও বাগানমালী সুকেন্দ নাথ দাস। তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন বলেন, হামলার ঘটনায় কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার মৃত ইউছুপ আলীর ছেলে মোঃ আমানউল্লাহ  প্রকাশ, গুড়া মিয়া (৪২), একই এলাকার এনামুল হকের ছেলে মো: সাজ্জাদ (২৫), জসিম উদ্দিনের ছেলে মোঃ জিসান (২৮), রশিদ আহমদের ছেলে মোঃ সোহেল (৩০) ও আবদুল হাকিমের ছেলে মোঃ জাফর (৫৫) সহ জড়িত বনদুস্য চক্রের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কাটা গাছ সমুহ উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বনকর্মীদের উপর হামলার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। এব্যাপারে বনবিভাগ এজাহার জমা দিলে মামলা রুজু করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।