৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

চকরিয়ায় কৃষি ঋণ মেলায় দুই শতাধিক কৃষককে কোটি টাকার ঋণ বিতরণ

কক্সবাজারের চকরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কৃষি ঋণ মেলা-২০১৬। একদিনের এই মেলায় রাষ্ট্রায়াত্ত ও তফসিলিভুক্ত প্রায় ২০টি ব্যাংক অংশ নিয়ে আলাদা আলাদা স্টল দেয়। মেলায় উপজেলার প্রায় দুই শতাধিক কৃষককে বিতরণ করা হয় কোটি টাকার কৃষি ঋণ।

বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার পুরাতন বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্ট্রবেরী, আলু, মরিচ, নার্সারী, ধান, মৎস্য, শীতকালীন সবজিসহ বিভিন্ন ক্যাটাগরীতে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার করে প্রায় কোটি টাকার কৃষি ঋণ পান এসব কৃষক।

কৃষি ঋণ মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক অসীম কুমার চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমূখ।

কৃষি ঋণ মেলায় স্টল দেন কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিআরডিবি প্রভৃতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।