১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ঘুমধুমে ২ লাখ পিছ ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই লাখ পিছ ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১ ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের সোনা আলীর ছেলে মো. আমিন (২২), মো. নুর আহমদের মো. মাহমুদুল হাসান (২১), ফকির আহমদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), আব্দুল আলিমের ছেলে মো. সেলিম (২২), আলী হোসেনের ছেলে মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আম বাগান এলাকায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপির রেজুআমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে সকাল আনুমানিক সাাড়ে ৮ টার দিকে সীমান্ত হতে ৬ জন লোককে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের চ্যাঞ্জেল করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ছয় কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।