২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

ঘুমধুমে শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের সিলেবাস যুক্ত ডায়রী বিতরণ

 


উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (উচ্চমান) ২০১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে সিলেবাস যুক্ত ডায়রী বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈচিং এমপির বদ্যানতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রণীত এসব সিলেবাস যুক্ত ডায়রী প্রাপ্ত হয়। গত ৭ মার্চ আনুষ্ঠানিক ভাবে এসব সিলেবাস যুক্ত ডায়রী তুমব্রু সরকারী প্রাথমিক (উচ্চমান) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) একেএম জাহাঙ্গীর আজিজ। এতে উক্ত বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর মাঝে সিলেবাস যুক্ত ডায়রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত ও শিক্ষক মুজিবুল হকের পরিচালনায়, তুমব্রু
সরকারী প্রাথমিক ( উচ্চমান) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ.ম.গফুর,পিটিএ সভাপতি আবদুল আজিজ,ঘুমধুম ইউপির সচীব এরশাদুল হক, সমাজ কর্মী খাইরুল ইসলাম,মীর আহমদ, জহির আহমদ,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বোরহান আজিজ,ছাত্রলীগ নেতা বায়েজিদ আরিফ ও
ইমরান প্রমুখ। এসময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক হামিদুল হক,শাহজাহান, মুজিবুল হক, কুলসুমবাগ বেগম,আবদুর
রহিম,ফাতেমাতুজ্জ জাহরা,মরজিয়া বেগম,দিলীপ কান্তি প্রমুখ শিক্ষক গণ সহ এলাকার বিভিন্ন শ্রেণী -পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এসব সিলেবাস যুক্ত ডায়রী পেয়ে ভেজায় খুশি হন এবং বিতরণকারী জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৈ শেলা মার্মা”র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।