নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ৬ ই ফেব্রুয়ারী দুপুর ২ টায় বান্দরবান চীপ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বাদী পক্ষে কৌশলী অাইনজীবি এডভোকেট খলিল, ইকবাল করিম, জাফর, শাহজাহান, তৌশিক দত্তের যোক্তি তর্কে কামাল উদ্দিন নির্দোষ প্রমানিত হলে চীপ জুটিশিয়াল অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অাবু হানিফ জামিন অাবেদন মন্জুর করেন।
এর অাগে গত কয়েক মাসের ব্যাবধানে ঘুমধুমে পাহাড় কেটে বাংলাদেশ-মায়ানমার এশিয়ান হাইওয়ে সড়কে বালি ও মাটি সরবরাহকালে ঘুমধুমের জয়নাল অাবেদিন ও খাইরুল বশরের মর্মান্তিক মৃত্যু হয় ও অাহত হয় ডজন খানেক। এরই সুত্র ধরে পাহাড় চাপায় জয়নাল মৃত্যুর কোন মামলা না হলেও পরবর্তিতে খাইরুল বশরের পাহাড় চাপায় মৃত্যু হলে প্রশাসন ও অাইন শৃংখলা বাহিনী নড়ে চড়ে বসে। খাইরুল বশরের মৃত দেহ ময়না তদন্ত শেষে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,অাই রুপন কান্তি বাদী হয়ে কামাল উদ্দিনকে প্রধান অাসামী করে অারো ৮ জনের নামে পাহাড় কেটে পরিবেশ দূষন ও সংশোধিত ইমারত অাইনের ৭/১৭ ধারায় মামলা করে।
মামলার প্রধান অাসামী কামাল উদ্দিন গত ৩১ শে জানুয়ারী ১৭ ইং বান্দরবান চীপ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালতে হাজির হয়ে জামিন অাবেদন করলে জামিন অাবেদন নাকচ করে দিয়ে জেল হাজতে প্রেরন করে। দীর্ঘ ১ সপ্তাহ কারাভোগের পর নির্দোষ প্রমানিত হয়ে জামিনে মুক্তি পায় প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন।
জেল থেকে বের হয়ে কামাল উদ্দিন মুঠোফোনে প্রতিবেদককে বলেন অামাদের ঘুমধুম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং ম্যাক কন্সট্রাকশন এর তত্বাবধানে বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণ কাজ চলছে।
এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। গত ১৩ /০১/২০১৭ ইং রোজ বৃহস্পতিবার মাটি চাপা পড়ে একজন মজুর ( খাইরুল বশর) মারা যান। কিন্তু যে স্থানে মারা যায় সে পাহাড় এবং কাজের সাথে আমি কোনভাবে সম্পৃক্ত নই। অহেতুক আমাকে এবং অামার পরিবারের সদস্যদের উক্ত ঘটনার সাথে যুক্ত করে হয়রানি সহ ফায়দা লুটার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীররা অামাকে বিনাদোষে ১ সপ্তাহ জেল কাটিয়েছে । অামি একজন শান্তিপ্রিয়,ন্যায় পরায়ন ও সমাজ সেবক ব্যাক্তি হয়। আমি এলাকার বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক উন্নয়নকাজে সম্পৃক্ত। দায়িত্বকালীন সময়ে অনেক গরিব, অভাবী,দুঃস্তদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। অামি ব্যাক্তি জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান তথা ঘুমধুম উচ্চ বিদ্যালয়, ঘুমধুম দাখিল মাদরাসা ও দঃ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ গ্রহন করে অবিভাবকদের ভোটে প্রতিবারে ১নং সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে সন্ত্রাস,জঙ্গিবাদ ও নাশকতা বিরুধী কমিটির সাধারন সম্পাদকের ও দায়িত্ব পালন করছি। তা ছাড়া অামি অাওয়ামী পরিবারের সন্তান ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর অাদর্শ বুকে নিয়ে রাজনীতি করে অাসছি বর্তমানে ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। গত ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে অংশ গ্রহন করে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই। তদমধ্যে ইউপি সদস্য/সদস্যাদের ভোটে প্যানেল চেয়ারম্যান মনোনিত হয়ে এলাকার চুরি,ডাকাতি,মানব পাচার বিশেষ করে সীমান্ত ইয়াবা ব্যাবসায়ীদের বিরুদ্ধে দুর্বার অান্দোলন গড়ে তুলি। ফলশ্রুতিতে রাতারাতি ইয়াবা নামক হারাম ব্যাবসা করে কোটিপতি হওয়া কিছু ব্যাক্তি অামার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে অামার ও অামার পরিবারের মানহানি করছে ও মামলার অাসামী করেছে অন্যায়ভাবে পুলিশ সদস্যদের ভূল বুঝিয়ে বিনা অপরাধে জেল কাটিয়েছে। অামি জমিদার বংশ তথা সিকদার পরিবারের সন্তান পৈত্রিকভাবে প্রাপ্ত সম্পত্তির মালিক। অামাদের পরিবারে ১০৫,১০৬ ও ৫৬ নং খতিয়ানে জমি ও মৎস প্রজেক্ট রয়েছে। বর্তমানে অামার মাছের ব্যাবসা রয়েছে যা সকলে অবগত অাছেন। অামি সারা জীবন অন্যায়,অবিচার,দূর্নিতীর বিরুদ্ধে ছিলাম অাছি এবং অাজীবন থাকব। অামি কামাল একদিনে সৃষ্টি হয়নি মানুষের সমর্থম ভালবাসা দোয়া নিয়ে তিলেতিলে সৃষ্টি হয়েছি। যা অনেক স্বার্থন্বেষী মহলের চোখেঁর বিষ হয়ে আছি। অতীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হলেও পিছু ছাড়েনি। কেন আমাকে এবং অামার পরিবারের সদস্যদের আসামী করা হয়েছে? জানিনা। তবে বুঝতে পারছি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র। মাননীয় প্রধান মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, ডি আই জি গোয়েন্দা বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আমার আকুল আবেদন সুষ্ঠু তদন্ত করে বের করা হউক বিনাদোষে কেন অামি অাসামী হলাম? কেন অামি ১ সপ্তাহ জেল কাটলাম? কেন অামার পরিবারের সদস্যদের এলাকা ছাড়তে হল? অামার একটাই দোষ অামি অন্যায় দূর্নিতী এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। অামি অাবারো নির্বিকার চিত্তে ঘোষনা করছি অামাকে মামলা, হামলা দিয়ে দমিয়ে রাখা যাবেনা অন্যায়ের বিরুদ্ধে অামি সংগ্রাম চালিয়ে যাব।
এদিকে কামাল উদ্দিনের মুক্তির খবরে নির্বাচিত এলাকা ঘুমধুমে খুশির অামেজ বইছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।