১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

গর্জনিয়ায় দুই বন প্রহরীর রগ কর্তনের ঘটনায় নারী আটক


রামুর গর্জনিয়া ইউনিয়নে গিলাতলী বনবিটের দুই বন প্রহরীর রগ কর্তনের ঘটনায় মালেকা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (৪মার্চ) দুপুরে ইউনিয়নের জুমছড়ি এলাকা থেকে পুলিশ ও বনবিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। ওই নারী থিমছড়ি গ্রামের মনির আহমদের স্ত্রী। অভিযানে নেতৃত্বদেন গর্জনিয়া ফাঁড়ীর পুলিশ পরিদর্শক কাজী আরিফ উদ্দিন, উপপরিদর্শক আহসান হাবিব ও গিলাতলী বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বনপ্রহরীর রগ কর্তনের ঘটনায় রুজুকৃত মামলার অন্যতম আসামি হলো মালেকা। তাকে ফাঁদে পেলে আটক করা হয়েছে। পুলিশ অতি শীঘ্রই বাকি আসামিদেরও আটক করবে বলে আশ্বস্ত করেছেন।
গিলাতলী বনবিটের বন প্রহরী মোহাম্মদ হালিম ও স্থানীয় সূত্র জানায়, গর্জনিয়ার হেডম্যানঘোনার রিজার্ভ এলাকা থেকে বৃক্ষ লুটের খবর পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে বনবিভাগ অভিযান চালায়। কিন্তু কর্তনকৃত গাছগুলো জব্দ করতে গেলে অতর্কিত অবস্থায় বনদস্যু ও সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। তারা দায়ের কোপে বন প্রহরী সায়েদুল হক ও রিপন হাওলাদারের হাতের রগ কর্তন করে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ওই সব বনদস্যুরা অবৈধভাবে রিজার্ভ এলাকায় বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো। এ ঘটনায় ১মার্চ গিলাতলী বনবিট কর্মকর্তা বাদি হয়ে মালেকা বেগম’সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।