২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গর্জনিয়ায় ইউপি চেয়ারম্যান নজরুলের নাগরিক সংবর্ধনায় সাংসদ কমল

mp-kamal-09-11-16
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় কারানির্যাতিত ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম চৌধুরীর বিশাল নাগরিক সংবর্ধনায় রামু-কক্সবাজারের উন্নয়নের অগ্রদূত সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন, গর্জনিয়ার উন্নয়নে চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম চৌধুরীর কোন বিকল্প নেই। ষড়যন্ত্রকারীরা আজ জনবিচ্ছিন্ন ও পরাজিত। বিগত ইউপি নির্বাচনে গর্জনিয়ার মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।
বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গর্জনিয়া টাইম বাজার চত্বরে গর্জনিয়াবাসীর উদ্যোগে বিশাল গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের শ্রেষ্ঠ বক্তা সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ষড়যন্ত্রকারীরা নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গর্জনিয়ার উন্নয়নকে থমকে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। সরকারের এ উন্নয়ন অগ্রাযাত্রাকে কোন ভাবেই থামানো যাবে না। গর্জনিয়ার সমস্ত রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণ করে গর্জনিয়াকে একটি আধুনিক ইউনিয়নে পরিণত করতে সর্বস্তরের মানুষকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন গর্জনিয়া আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন রামু মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান নুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, ওসি তদন্ত কবির হোসেন, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার নুরু, খুনিয়া পালং চেয়ারম্যান আব্দুল মাবুদ, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো, রশিদ নগরের চেয়ারম্যান এমডি শাহ আলম, জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল চেয়ারম্যান মুফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া।
এতে বক্তব্য রাখেন, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দু শুক্কুর, গর্জনিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব সিকদার, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন সিকদার, ইউনুছ সিকদার, আমানুল হক সিকদার, সেলিম সিকদার, কামাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, গর্জনিয়া যুবলীগের সভাপতি গোলাম মওলা, সাধারণ সম্পাদক হাফেজ আহাম্মদ, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, যুবলীগ নেতা হানিফ, রবি, ছৈয়দ নুর, শাহনেওয়াজ, জিয়াউল হক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, হেলাল উদ্দিন, আতিক, তানজিব, ইব্রাহিম, আরিফ, মামুন, ইকবাল ও আজিজ প্রমূখ।
নাগরিক সংবর্ধনাকে ঘিরে গর্জনিয়া-বাইশারী সড়কের বড়বিল, থোয়াইংগাকাটা, থিমছড়ি, জাউসপাড়া, গর্জনিয়া বাঁকখালী ব্রীজ সংলগ্ন বটতলী, সিকদার পাড়া থেকে টাইম বাজারসহ বিভিন্ন স্থানে শতাধিক তোরণ নির্মাণ করা হয়। এছাড়াও রং বেরং এর ব্যানার-ফেস্টুন টাঙিয়ে সাংসদ কমলের গর্জনিয়া আগমণকে স্বাগত জানান স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
এর আগে সাংসদ সাইমুম সরওয়ার কমল বাইশারী হয়ে গর্জনিয়া পৌঁছুলে রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে শতশত নারী-পুরুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।