১৫ জুলাই, ২০২৫ | ৩১ আষাঢ়, ১৪৩২ | ১৯ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

গর্জনিয়ার জজ হান্নানের রত্নগর্ভা মায়ের মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি: 
গর্জনিয়ার কৃতি সন্তান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নানের রত্নগর্ভা মা রশিদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ কর‌ে‌ছে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম চৌধুরীর পাঠনো এক বিবৃ‌তি‌তে তাঁরা মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের জমিদাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ, উপদেষ্টা ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর, কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, আব্দুর রশিদ, জয়নাল আবেদীন টুক্কু, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ তৈয়ব উল্লাহ, সানজিদা আক্তার রুনা প্রমূখ।
উল্লেখ্য : সোমবার (২১ নভেম্বর) ভোর পৌনে পাঁচটায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
রশিদা বেগম চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হান্নান, কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের পরিচালক ডা: শাহ আলম, সৌদি আরব প্রবাসী ও সমাজ সেবক এম এ মান্নান, অধ্যাপক সেলিম, মাওলানা হাফেজ সোলতান আহমদ, ইউসিবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ও ব্যবসায়ী মোহাম্মদ মুজিবের মা। তাঁর স্বামী ও চার মেয়ে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।