১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গরিব ছাত্রলীগ নেতা আবুল কালামকে ৯ম শ্রেনীতে ভর্তি করিয়ে দিলো আজিজনগর যুবকল্যাণ সমিতি

পড়াশোনার প্রচণ্ড ইচ্ছে ছাত্রলীগ নেতা আবুল কালামের, ৪বছর হয় বাবা মারাগেছে, আর্থিক সামর্থ্য না থাকায় থেমে গেছে লেখাপড়া ও স্বপ্ন। আবুল কালাম জানিয়েছে অনেক স্বাদ আহলাদ, চাওয়া পাওয়া থাকলেও তা দেয়ার বা পূরন করার সাধ্য আমার বিধবা মায়ের নেই। এই অনুভূতিকে কাজে লাগিয়ে আমি পড়ালেখা করে মায়ের আশা পূরন করতে আপ্রান চেষ্ঠা করছি। বিধবা মা অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে যতটুকু সম্ভব ততটুকুই পূরন করার চেষ্ঠা করেছে। তা নিয়েই আমি সন্তুষ্ট থেকে অক্লান্ত পরিশ্রম করে পড়ালেখা চালাচ্ছি। এবছর ৮ম শ্রেনীর পরীক্ষা দিয়ে নবম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে আবুল কালাম। লামার আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চিউনি পাড়া এলাকায় একটি ঝুপড়ি বাসায় মায়ের সঙ্গে থাকে আবুল কালাম। আবুল কালাম বলে, দিনমজুর বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রায় দিনই এক বেলা খেয়ে থাকতে হয় তাদের। নিজের ভবিষ্যত স্বপ্ন সম্পর্কে আবুল কালাম জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট লেগে সুচিকিৎসার অভাবে আমার বাবা মারাগেছে। তাই সম্ভব হলে আমি চিকিৎসক হতে চাই।
ছাত্রলীগ নেতা আবুল কালামের এই নির্মম কষ্টের কথা গুলো জানার পর, আমরা আজিজনগর ছাত্রলীগ আর ঘরে বসে থাকতে পারিনি, তার লেখা পড়া চালিয়ে নেয়ার জন্য বিভিন্ন মহলে সহযোগীতা চেয়েছি আমরা, আমাদের ডাকে সাড়াদিয়ে আজিজনগর যুব কল্যাণ সমবায় সমিতি তাকে নবম শ্রেণীতে ভর্তি করার উদ্যেগ গ্রহন করেন, আজ তাকে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে ভর্তি করিয়ে দেন ও ভর্তি সংক্রান্ত সকল খরচ বহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবকল্যাণ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভূইয়া, সহসভাপতি ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, আজিজনগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, যুগ্নসম্পাদক ফারুক হোসেন, আজিজনগর ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আফজাল হোসেন জয়, আজিজনগর ছাত্রলীগের অাহবায়ক নুরুল আলম রাজা এবং আজিজনগর এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।