২৮ ডিসেম্বর, ২০২৫ | ১৩ পৌষ, ১৪৩২ | ৭ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর

খুটাখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ বসতবাড়ি পুড়ে ছাই

fire চকরিয়া উপজেলার খুটাখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে ৬ বসত বাড়ি পুুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতবাড়ির আসবাবপত্র, কাপড়চোপড়সহ আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়।

২৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ মাইজপাড়া এলাকায় ঘটে অগ্নিকান্ডের এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মাষ্টার নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে মাইজপাড়া এলাকার মৃত আবুল শামার পুত্র ওবাইদুল্লাহ বাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সুত্রপাত হয়।

এসময় আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তার ভাই সিরাজ উল্লাহ, রমজান, আবদু শুক্কুর, শাহা আলমের বাড়িতে ছড়িয়ে পড়লে মুহুর্ত্বেই ৬ টি বসত বাড়ি পুুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, এতে ৬ পরিবারের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। স্থানীয়রা প্রাণপন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। এসময় বেশ কজন কম বেশি আহতও হয়েছে। বর্তমানে ৬ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।