১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

খুটাখালী বহতলী লবণ মাঠে ডাকাত দলের লুটপাট: আহত-১০

 চকরিয়া উপজেলার খুটাখালী চিংড়িঘের খ্যাত বহলতলীর চিলখালী লবণ মাঠে দুদফে ডাকাত দলের হামলায় কম পক্ষে ১০ জন লবণ চাষী আহত হয়েছন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। মঙ্গলবার ও বুধবার দ্বিবাগত রাত সাড়ে ৩ টার সময় ঘটে এ ঘটনা। ডাকাতের প্রহারে গুরুত্বর আহতরা হলেন, বর্ণিত ইউনিয়নের লবণ চাষী নুরুচ্ছফা (৫৫), আবুল হোছন (৬০) মোহাম্মদ মুছা (৩০)। অন্যান্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের মধ্যে এ ৩ জনকে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত মঙ্গলবার-বুধবার গভীর রাতে সশস্ত্র ৩০/৪০ জনের ডাকাত দল চিলখালী ঘেরের রমজান আলীর লবণ চাষীদের খামার বাসায় ডুকে লুটপাট চালায়। তাদেরকে বাধা দিলে ডাকাতরা চাষীদের ব্যাপক মারধর করেন। একপর্যায়ে ডাকাতরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা  গুলি করে লোকজনকে ভীত সন্ত্রস্থ করে লবণ মাঠের পলিথিন, পানির পাম্প, মেশিন ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় লবণ চাষীর দুটি খামার বাসায় আগুন ধরিয়ে দেয়। এসময় চাষীরা পালিয়ে জানে রক্ষা পেলেও ১০ টি খামার বাসা থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানান লবণ চাষী রহমত আলী, বেলাল, মোহাম্মদ ও নুরুচ্ছফা। স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি রাতে লবণ মাঠে ডাকাতদের উপদ্রুব আশংকাজনক ভাবে বেড়ে গেছে। লবণ চাষীরা জানিয়েছেন, ডাকাতদের অত্যচার লুটপাট মারধর অব্যাহত থাকলে এসব এলাকায় লবণ চাষ করা যাবেনা। তারা লবণ চাষীদের জান মাল রক্ষায় চকরিয়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।