১৮ ডিসেম্বর, ২০২৫ | ৩ পৌষ, ১৪৩২ | ২৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের “বন্ধন মোড়ক ও ক্রোড়পত্র” উন্মোচন করলেন সাংসদ কমল


নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠিত পূর্ণ মিলনী অনুষ্ঠানের বন্ধন মোড়ক ও ক্রোড়পত্র উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে বন্ধন মোড়ক ও ক্রোড়পত্র উন্মোচন করেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।

শিক্ষক নজিবুল আলম, ওসমান গণি, আহবায়ক- মুয়ায্যম আলী, সদস্য সচিব- মিজানুর রহমান, জসিম উদ্দিন, ওসমান সরওয়ার, আবদুর রহিম, আবদুর রহিম-১, মিজান অভি রহমান, আবদুর রহিম-২, হাসান মুরাদ, গিয়াস উদ্দিন, কলিম উল্লাহ, সাঈদ ইকবাল, মোহাম্মদ ইউনুছ, সিরাজুল মোস্তফা, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাহেদ, দিদারুল আলম, মিজানুর রহমান, কান্ত শর্মা, রায়হান উদ্দিন রানা, আর.কে মোর্শেদ, কায়সার উদ্দিন, জাকারিয়া, বোরহান উদ্দিন।
মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথি সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশ্বাসী। খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের যে কোন সমস্যার ক্ষেত্রে তিনি অবদান রাখার অঙ্গীকার করেন।
তিনি আরো বলেন, প্রাক্তন ছাত্রদের এ রকম কার্যক্রম ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে এবং ছাত্র ও শিক্ষকদের মাঝে সেতুবন্ধন তৈরী হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।