৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

ক্যাম্পের ভেতরে গুলিবিদ্ধ রোহিঙ্গা মাঝি : বিদেশী অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার


বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিবিদ্ধ হয়েছেন এক রোহিঙ্গা নেতা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুখোশপরিহিত দুর্বৃত্তরা তাকে গুলি করে। মাথায় গুলি লাগা অবস্থায় আশঙ্কাজনক ভাবে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতে তিনি মারা গেছেন বলে রোহিঙ্গা সূত্র দাবি করলেও পুলিশ কিংবা প্রশাসন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেনি।

গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মো. ইউসুফ (৩৮)। তিনি উখিয়ার পালংখালীর থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মাঝির দায়িত্ব পালন করছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনের একটি মুখোশপরিহিত দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকের মাঝি ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছিলেন ডাক্তাররা। রাতে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে একটু উড়ো খবর পেয়েছি। এখনো (রাত সাড়ে ১২টা) নিশ্চিত তথ্যটি পায়নি।

এদিকে, এ ঘটনার পর বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নারঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আলম নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।