৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

কোটবাজার ষ্টেশনে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ


ফারুক আহমদ,(উখিয়া): জনপ্রতিনিধিদের সাথে সেনা বাহিনীর মধ্যে বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী উখিয়ার ব্যস্ততম কোটবাজার স্টেশনে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার রতœাপালং ইউনিয়ন পরিষদের উদ্যেগে এ কার্যক্রম শুরু হওয়ায় সচেতন নাগরিক সমাজসহ ব্যবসায়ীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে।
জানাযায়, উখিয়ায় বিভিন্ন স্টেশনে ও সড়কে ভয়াবহ যানজট দেখা দেওয়ায় পুরো এলাকায় এক ভিষিকাময় নেমে আসে। এছাড়াও হাটবাজারে সরকারি জায়গার উপর শত শত অবৈধ স্থাপনা বা ঝুপড়ি দোকান বসানোর কারণে পথচারীরা যাতায়তে চরম দুর্ভোগে পড়ে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুর্ণবাসন কাজে দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী যানজট নিরসন ও অবৈধ স্থাপনা অপসারণ করার লক্ষ্যে উখিয়ার ৫জন চেয়ারম্যানদের সাথে বৈঠক বসে। বৈঠকে সেনাবাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেল রহমান স্ব-স্ব স্টেশনে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জনপ্রতিনিধিদেরকে আহবান জানান। অন্যতায় সেনাবাহিনী এ কার্যক্রমে মাঠে নামবেন।
সেনাবাহিনীর সাথে বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী উপজেলার ব্যস্ততম কোটবাজার স্টেশনে এ কার্যক্রমে মাঠে নামেন রতœাপালং ইউনিয়ন পরিষদ। পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরীর নেতৃত্বে মেম্বার ও চকিদার এবং গ্রাম পুলিশ গত শুক্রবার কোটবাজার স্টেশনে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। এসময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সি.এন.জি, জিপ ও টম টম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী জানান, সেনাবাহিনীর সাথে বৈঠকের সিন্ধান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে কোটবাজার স্টেশনে যানজট মুক্ত করতে সরকারি জায়াগার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়ছে। জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী ও নাগরিক সমাজের আকবর আহমদ চৌধুরী বলেন, কোটবাজার স্টেশনে যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা অপসারণ করায় পথচারী ও ব্যবসায়ীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।