১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৪ নভেম্ববর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৬ জন অভিভাবক সদস্য প্রার্থী অংশ নেন।

এদের মধ্যে খলিলুর রহমান খলিল(দোয়াত কলম) ২১৮ ভোট গোলাম মোহাম্মদ(মোরগ) ১৪৩ ভোট মাহাবুল কাদের বাবুল (ফুটবল) ১৩৩ ভোট ও আবুল হোছাইন(চেয়ার) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দাতা সদস্য পদে জাফর আলম ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা অভিভাবক সদস্য পদে ও শিক্ষক প্রতিনিধি পদে কোনো প্রতিদ্বন্দী না থাকায় এস্তেহারা বেগম মহিলা অভিভাবক সদস্য  শিক্ষক প্রতিনিধি পদে মোহাম্মদ মাহামুদুল করিম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩১৯ জন। এর মধ্যে ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভাঃপ্রাঃ) ওমর ফারুক।সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মনোহরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমল কান্তি শীল, উত্তর কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম শাহীন।কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল জানান, দীর্ঘ  দিন ধরে এডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালিত হওয়ায় সঠিকভাবে সব কার্যক্রম পরিচালিত করতে কিছু অসুবিধার সৃষ্টি হতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।