৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

কুতুবদিয়ায় বসত ভিটা দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংর্ঘষে গুরুত্বর আহত ৬

shomoy
কুতুবদিয়া উপজেলায় গতকাল (শুক্রবার) ১৩ মার্চ বসত ভিটা দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংর্ঘষে গুরুত্বর আহত হয়েছে মহিলাসহ ৬ জন। ঘটনাটি ঘঠেছে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ,গতকাল ১৩ মার্চ সকাল সাড়ে ৮টায় লেমশীখালী ইউনিয়নের মাঝের পাড়া একার আব্দুর গণির পুত্র কলিম উল্লাহর বসত ভিটা দখল করার জন্য একই এলাকার মৃত আব্দুস ছমতের পুত্র জালাল আহম্মদের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী লোহার রট,দা,কিরিচ, লাটি সোটা নিয়ে হামলা চালায়। এ সময় কলিম উল্লাহর পরিবারের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেঁেধ যায়। উভয় পক্ষের সংর্ঘষে গুরুত¦র আহত হয় আবদুল গণির পুত্র হাবিবুল্লাহ(৪০),তার ছোট ভাই ছলিম উল্লাহ(৩৫),হাবিবুল্লাহর স্ত্রী তসলিমা বেগম (৩০), কলিম উল্লাহর স্ত্রী মিনুন নাহার, অপর পক্ষের কবির আহম্মদের পুত্র গিয়াস উদ্দিন(২৬),আব্দু শুক্কুরের পুত্র আব্দুল গফুর(৪০)। আহতদের এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ ও ছলিম উল্লাহর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে কলিম উল্লাহ এ প্রতিবেদকে জানায়, তার স্ত্রীর বিয়ের সময় স্বার্ণালংকারের পরিবর্তে ১১ শতক জমি দেয় তার শাশুর। শাশুরের দেওয়া তার স্ত্রীর পৈত্রিক সম্পতিতে গত ৫ বছর পূর্বে বসতঘর নির্মান করে বসবাস করে আসছে। গতকাল একই এলাকার আব্দু ছমতের পুত্র জলাল আহম্মদ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বসতঘর ভাংচুর করে বসত ভিটা দখল করার জন্য হামলা চালায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ভিকটিম কলিম উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।