৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রধান অতিথির বক্ব্য রাখেন। কমিউনিটি পুলিশিং কুতুবদিয়া থানা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস,জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহ, জেলা আ‘লীগের কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী, উপজেলা আ‘লীগের সভাপতি আওরেঙ্গজেব মাতবর, জেলা আ‘লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন নেছা, কুতুবদিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আলহাজ নুরুচছাফা, কুতুবদিয়া মহিলা কলেজ অধ্যক্ষ নুরুল আলম, মহেশখালী পূজা উদযাপন কমিটির সভাপতি পৌর আ‘লীগ নেতা বজগোপাল ঘোষ, লেমশীখালী ইউনিয়ন আ‘লীগ সেক্রেটারী রেজাউল করিম, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মন্জুর আলম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।
এ ছাড়া জেলা শ্রমিক লীগের ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক খোরশেদ আলম, বড়ঘোপ ইউনিয়ন আ‘লীগের সভাপতি মেম্বার আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি এস.কে.এস রণি, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন সহ আ‘লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়েরর নেতা-কর্মী, পেশাজীবি, সাংবাদিক,শিক্ষক- শিক্ষাথী এবং থানার পুলিশের কর্মকতা-সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী মোহাম্মদ ফারুক, গীতা পাঠ করেন দীপন শীল । অনুষ্ঠানটি পরিচালনা করেন মাষ্টার মো. ইউছুফ এবং স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রেজাউল করিম। এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন ও একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিশেষ অবদানের জন্য শাখা সভাপতি রেজাউল করিম ও থানার এস,আই বদিউল আলমকে পুরুষ্কার স্বরূপ সনদ প্রদাণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।