৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে র‌্যালী ও সভা

আবুল কাশেম,(কুতুবদিয়া): ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের “আওতাধীন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতে র‌্যালী সকাল ১০ ঘটিকার সময়  ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্টিত হয়।র্র্যালী ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে শান্তি বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার পরিষদে এসে শেষ হয়। র‌্যালী শেষে ১১.৩০ কমিউনিটি মতবিনিময় সভা  আলী আকবর ডেইল  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম এর সভাপতিত্বে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্টিত হয়।এতে গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী রিয়ানুল কবির রিয়ান, এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য,মহিলা সদস্য, ইউপি সচিব রেজাউল করিম,গ্রাম আদালত সহকারি মর্জিনা আক্তার চৌধূরী, গন্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী,গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন র‌্যালী ও কমিউনিটি সভায় অংশ গ্রহন করেন। র‌্যালী ও কমিউনিটি অনুষ্টানের বিষয়ে প্রকল্পের পক্ষ থেকে সার্বিক সহায়তা করেন উপজেলা সমন্বয়কারী রিয়ানুল কবির রিয়ান। র‌্যালীতে অংশগ্রহণকারীগন বলেন গ্রাম আদালত অধিকতর শক্তিশালি আদালত। যার মাধ্যমে এলাকার সাধারন জনগন অল্প সময়ে স্বল্প খরছে অতি দ্রুত  তাদের প্রতি সংঘঠিত বিরোধের প্রতিকার সহজে গ্রাম আদালতের মাধ্যমে পেয়ে থাকেন। তাই জনসচেতনতা বৃদ্ধিতে আরও বেশী প্রোগ্রাম আয়োজন করার জন্য উপজেলা সমন্বয়কারীকে অনুরোধ জানানো হয়। তাছাড়া উপস্থিত সকলে এ গ্রাম আদালতকে আরও বেশী কার্যকর ও শক্তিশালী করা যায় তার মতামত ব্যক্ত করেন। সকলে এ ধরণের প্রোগ্রাম আয়োজন করার জন্য প্রকল্পের সকলকে ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।