৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে র‌্যালী ও সভা

আবুল কাশেম,(কুতুবদিয়া): ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের “আওতাধীন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতে র‌্যালী সকাল ১০ ঘটিকার সময়  ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্টিত হয়।র্র্যালী ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে শান্তি বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার পরিষদে এসে শেষ হয়। র‌্যালী শেষে ১১.৩০ কমিউনিটি মতবিনিময় সভা  আলী আকবর ডেইল  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম এর সভাপতিত্বে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্টিত হয়।এতে গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী রিয়ানুল কবির রিয়ান, এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য,মহিলা সদস্য, ইউপি সচিব রেজাউল করিম,গ্রাম আদালত সহকারি মর্জিনা আক্তার চৌধূরী, গন্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী,গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন র‌্যালী ও কমিউনিটি সভায় অংশ গ্রহন করেন। র‌্যালী ও কমিউনিটি অনুষ্টানের বিষয়ে প্রকল্পের পক্ষ থেকে সার্বিক সহায়তা করেন উপজেলা সমন্বয়কারী রিয়ানুল কবির রিয়ান। র‌্যালীতে অংশগ্রহণকারীগন বলেন গ্রাম আদালত অধিকতর শক্তিশালি আদালত। যার মাধ্যমে এলাকার সাধারন জনগন অল্প সময়ে স্বল্প খরছে অতি দ্রুত  তাদের প্রতি সংঘঠিত বিরোধের প্রতিকার সহজে গ্রাম আদালতের মাধ্যমে পেয়ে থাকেন। তাই জনসচেতনতা বৃদ্ধিতে আরও বেশী প্রোগ্রাম আয়োজন করার জন্য উপজেলা সমন্বয়কারীকে অনুরোধ জানানো হয়। তাছাড়া উপস্থিত সকলে এ গ্রাম আদালতকে আরও বেশী কার্যকর ও শক্তিশালী করা যায় তার মতামত ব্যক্ত করেন। সকলে এ ধরণের প্রোগ্রাম আয়োজন করার জন্য প্রকল্পের সকলকে ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।