১৪ অক্টোবর, ২০২৫ | ২৯ আশ্বিন, ১৪৩২ | ২১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

কুতুবদিয়ায় ৪০ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুর পাড় থেকে উদ্ধারকৃত মৃত শিশুর লাশ আদালতের নির্দেশে ৪০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার আলী আকবর ডেইল কাজীর পাড়ায় উপজেলা নির্বাহি অফিসারের উপস্থিতিতে পুলিশ শিশুর লাশ উত্তোলন করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

জানা যায়, গত ৬ অক্টোবর দুপুর ২টার পর আলী আকবর ডেইল কাজীর পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেনের শিশু পুত্র মো. ছোটন (৭) নিখোঁজ হলে সন্ধ্যায় তার সন্ধানে মাইকিং করা হয়। রাত ১১ টার দিকে স্থানীয় মসজিদের পুকুর পাড় ঘেঁষে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান। এ সময় শিশুর পিতা তার সন্তানের মৃত্যু রহস্যজনক বলে দাবি করে পারিবারিক শত্রুতাবশত: বেশ কয়েকজনকে দায়ি করায় দেড় দিন শিশুটির লাশ হাসপাতালেই পড়ে থাকে।

এ নিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেন। পরে শিশুর পিতা আনোয়ার, স্থানীয় একাধিক জনপ্রতিনিধি, নিকটাত্মীয়দের উপস্থিতিতে আপোষনামা দিয়ে শিশুর লাশ দাফন করেন। ৭ অক্টোবর পুলিশ একটি সাধারণ ডায়েরী করে রাখেন বিষয়টির।

পরে শিশুর মা মরিয়ম বাদী হয়ে তার শিশুকে হত্যার অভিযোগ এনে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দেন। বিষয়টি পরে আদালতে মামলায় এলে ময়না তদন্তের স্বার্থে লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। বুধবার উপজেলা নির্বাহী ম্যাজস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশের উপস্থিতিতে শিশুর লাশ উত্তোলন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজাহান বলেন, আদালতের নির্দেশে যথাযথ কর্তৃপক্ষের উপস্থিতিতে বুধবার শিশুর লাশটি উত্তোলন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ওই মামলায় বড়ঘোপ এলাকার দু‘জন আ‘লীগ নেতাকে আসামী করার প্রতিবাদে এবং মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে ইউনিয়ন আ‘লীগ সংবাদ সমম্মেলনও করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।