২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কাল বাদে পরশু পাবনা যাচ্ছেন শাকিব-বুবলী

কিছু দিনের জন্য ঢাকা ত্যাগ করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। তারা ঢাকার বাইরে চৌদ্দদিন অবস্থান করবেন বলে জানা গেছে। এর আগে, ১৪ এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘রংবাজ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী বুবলী, সিনেমার পরিচালক শামীম আহমেদ রনিসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।
শামীম আহমেদ রনি জানান, ‘রংবাজ- সিনেমার শুটিং শুরু হচ্ছে চলতি মাসের ১৮তারিখ থেকে। তার আগের দিন ১৭তারিখ আমাদের শুটিং ইউনিট পাবনা চলে যাচ্ছি। ওখানেই শুটিং হবে। মোট ১৪দিন থাকবো। পাবনার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হবে।’
পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলেও জানান এর নির্মাতা।

সম্প্রতি শাকিব-অপুর বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়ের কথা প্রকাশ করেন শাকিব পত্মী অপু বিশ্বাস। এরপর ঢালিগঞ্জে টালমাটাল আবহ তৈরি হয়। আলোচনা-সমালোচনায় শাকিব-অপুর সাথে জুড়ে যায় বুবলীর নাম। এদিকে শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনও উঠেছে। এর আগে শাকিবের অসুস্থ্যতার খবর, সিনেমার মহরতে অংশগ্রহণ, অপুর সঙ্গে সাক্ষাৎ সব কিছুই ঘটে গেছে একের পর এক।

অবশেষে ক্যামেরাবন্দী হচ্ছেন শাকিব-বুবলী। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস ও মের্সাস রূপরঙ চলচ্চিত্রের সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস-এর এটি বাংলাদেশে প্রথম লোকাল প্রোডাকশন।
এর প্রযোজনা প্রতিষ্ঠান- আসছে ঈদুল ফিতরে সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।