১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কাল বাদে পরশু পাবনা যাচ্ছেন শাকিব-বুবলী

কিছু দিনের জন্য ঢাকা ত্যাগ করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। তারা ঢাকার বাইরে চৌদ্দদিন অবস্থান করবেন বলে জানা গেছে। এর আগে, ১৪ এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘রংবাজ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী বুবলী, সিনেমার পরিচালক শামীম আহমেদ রনিসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।
শামীম আহমেদ রনি জানান, ‘রংবাজ- সিনেমার শুটিং শুরু হচ্ছে চলতি মাসের ১৮তারিখ থেকে। তার আগের দিন ১৭তারিখ আমাদের শুটিং ইউনিট পাবনা চলে যাচ্ছি। ওখানেই শুটিং হবে। মোট ১৪দিন থাকবো। পাবনার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হবে।’
পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলেও জানান এর নির্মাতা।

সম্প্রতি শাকিব-অপুর বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়ের কথা প্রকাশ করেন শাকিব পত্মী অপু বিশ্বাস। এরপর ঢালিগঞ্জে টালমাটাল আবহ তৈরি হয়। আলোচনা-সমালোচনায় শাকিব-অপুর সাথে জুড়ে যায় বুবলীর নাম। এদিকে শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনও উঠেছে। এর আগে শাকিবের অসুস্থ্যতার খবর, সিনেমার মহরতে অংশগ্রহণ, অপুর সঙ্গে সাক্ষাৎ সব কিছুই ঘটে গেছে একের পর এক।

অবশেষে ক্যামেরাবন্দী হচ্ছেন শাকিব-বুবলী। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস ও মের্সাস রূপরঙ চলচ্চিত্রের সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস-এর এটি বাংলাদেশে প্রথম লোকাল প্রোডাকশন।
এর প্রযোজনা প্রতিষ্ঠান- আসছে ঈদুল ফিতরে সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।