১৪ নভেম্বর, ২০২৫ | ২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

কারাভ্যন্তরে কারাবন্দির হিমছড়ি কক্ষ থেকে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার

আবু সায়েম: কক্সবাজার জেলা কারাগারে কারাভ্যন্তরে কারাবন্দির হিমছড়ির কক্ষ থেকে ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ ২৩ মে (বৃহস্পতিবার) কারাভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা বলেন, গত ৬ মে টেকনাফ থানার জিআর মামলা ৩৪৯ /১৯ মূলে কক্সবাজার জেলা কারাগারে আগমন করে। আসামীর স্বীকারুক্তিতে জেলার আরো বলেন, ৬ মে জেলা কারাগারে আগমন করলেও ১০ মে উক্ত ইয়াবাগুলো মলত্যাগের মধ্যে বের করে কারাভ্যন্তরের সবজি বাগানে লুকিয়ে রাখে। পরবর্তীতে আজ ২৩ মে (বৃহস্পতিবার) উক্ত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে করাভ্যন্তরে ইয়াবা ব্যবসায়ীদের নিকট জমা দিলে গোপন সংবাদের ভিত্তিতে কারারক্ষী আব্দুল মজিদের সহায়তায় হিমছড়ি কক্ষ থেকে ব্যবহৃত ব্যাগ তল্লাশী করে ৯ পোটলায় মোট ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ বলেন, কারা কর্তৃপক্ষ সব সময় সচেতন থাকেন।কারাগারে যাতে মাদক প্রবেশ এবং ব্যবহার না হয়, সেজন্য আমরা সজাগ রয়েছি। তিনি আরো বলেন, বিগত দিনে কারাগারে যে বিষয়গুলো উদ্ভাবন হয়নি, আমরা আমাদের টিমকে কাজের প্রতি প্রেষণা সৃষ্টি করে, মাদকের বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে মাদক উদ্ধারে এবং মডেল কারাগার রুপান্তরে যুগপোযোগী পদক্ষেপ বাস্তবায়ন করছি। ফলশ্রুতিতে, আমরা বিভিন্ন কৌশল প্রয়োগ করে এবং পর্যবেক্ষক নিয়োগ প্রদান করে ১০ম বারের মতো ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।