১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

কারাগারে বদিকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন কয়েদিরা

b6b88ce8dd43da4280cfa6fedcbda29a-Bodi-2
আজাদ হোসেন সুমন: ৩ বছরের দন্ডপ্রাপ্ত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন আশাপাশের সেলে থাকা অন্যান্য বন্দিরা। নারকোটিকস আন্ডারওয়ার্ল্ডে বহুল প্রচলিত মরণনেশা ইয়াবার আরেক নাম বাবা। সেই সূত্র ধরেই সাংসদ বদির ইয়াবার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন কয়েদিরা।
দুদকের মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদি সাজাপ্রাপ্ত হওয়ায় এবং ডিভিশন না পাওয়ায় আছেন সাধারণ কয়েদিদের পাশ্ববর্তী সেলে। বদির প্রতিবেশি হওয়ায় কয়েদিরা বেশ উৎফুল্লু। খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রমামলাসহ বিভিন্ন ফৌজদারি মামলায় এই আসামীরা বিভিন্ন মেয়াদে সাজাভোগ করছে।
অপরাধ জগতের বাসিন্দারা নিজেদের পাশের সেলে ‘হাই প্রোফাইল’ অপরাধিকে দেখে উচ্ছসিত। তারা বদিকে উদ্দেশ্য করে দূর থেকে ‘বাবা’ বলে সম্বোধন করছে। বুঝতে পেরে বদি বেজায় রাগ। তিনি বিব্রতবোধ করছেন।
কিংকর্তব্যবিমূঢ কারারক্ষিরা প্রথমে বুঝতেই পারেননি। পরে জানতে পারেন ‘বাবা’ কয়েদিরা ইয়াবাকে বুজাচ্ছেন। পরে সেই কারারক্ষী কয়েকজন কয়েদীকে ধমক দিয়ে শাসিয়েছেন।
এ ব্যাপারে কাসিমপুর কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বনিক বলেন, সংসদ সদস্য বদি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তিনি শুক্রবারও সাধারণ কয়েদীদের মতই স্বাভাবিক খাবার খেয়েছেন। তিনি আরো বলেন, তার আইনজীবী সাক্ষাত করেছেন।

সুত্র : আমাদের সময়.কম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।