
আজাদ হোসেন সুমন: ৩ বছরের দন্ডপ্রাপ্ত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন আশাপাশের সেলে থাকা অন্যান্য বন্দিরা। নারকোটিকস আন্ডারওয়ার্ল্ডে বহুল প্রচলিত মরণনেশা ইয়াবার আরেক নাম বাবা। সেই সূত্র ধরেই সাংসদ বদির ইয়াবার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে ‘বাবা বদি’ বলে টিটকারী মারছেন কয়েদিরা।
দুদকের মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদি সাজাপ্রাপ্ত হওয়ায় এবং ডিভিশন না পাওয়ায় আছেন সাধারণ কয়েদিদের পাশ্ববর্তী সেলে। বদির প্রতিবেশি হওয়ায় কয়েদিরা বেশ উৎফুল্লু। খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রমামলাসহ বিভিন্ন ফৌজদারি মামলায় এই আসামীরা বিভিন্ন মেয়াদে সাজাভোগ করছে।
অপরাধ জগতের বাসিন্দারা নিজেদের পাশের সেলে ‘হাই প্রোফাইল’ অপরাধিকে দেখে উচ্ছসিত। তারা বদিকে উদ্দেশ্য করে দূর থেকে ‘বাবা’ বলে সম্বোধন করছে। বুঝতে পেরে বদি বেজায় রাগ। তিনি বিব্রতবোধ করছেন।
কিংকর্তব্যবিমূঢ কারারক্ষিরা প্রথমে বুঝতেই পারেননি। পরে জানতে পারেন ‘বাবা’ কয়েদিরা ইয়াবাকে বুজাচ্ছেন। পরে সেই কারারক্ষী কয়েকজন কয়েদীকে ধমক দিয়ে শাসিয়েছেন।
এ ব্যাপারে কাসিমপুর কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বনিক বলেন, সংসদ সদস্য বদি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তিনি শুক্রবারও সাধারণ কয়েদীদের মতই স্বাভাবিক খাবার খেয়েছেন। তিনি আরো বলেন, তার আইনজীবী সাক্ষাত করেছেন।
সুত্র : আমাদের সময়.কম
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।