৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

কর্ণফুলীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নগরীর কর্ণফুলীর শিকলবাহা এলাকায়  ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।  আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে  শিকলবাহা ক্রসিং এলাকার হোটেল জামাল শাহ রেষ্টুরেন্ট এন্ড বিরানী হাউজ সামনে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি ১টি প্রাইভেটকার ও ১টি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তার পুর এলাকার মৃত দানু মিয়ার ছেলে  মো. দিদারুল আলম (৪৮), একই এলাকার করলিয়ার  মৃত সামছুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৮) ও মো. আমজাদ উল্ল্যাহর ছেলে  মো. সোয়েব (২২)।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে প্রাইভেটকার ও মাইক্রেরাবাসের যাত্রী সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধারসহ আসামিদের আটক করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ১১-৪৯২৪) এবং মাইক্রোবাস (চট্ট-মেট্টো-চ- ১১-৫২৫২) জব্দ করা হয়।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।