১৭ নভেম্বর, ২০২৫ | ২ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

করোনা ভাইরাসসহ রোহিঙ্গা অনুপ্রবেশ আতংক সীমান্ত জনপদে

ইমাম খাইর: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত পথ হয়ে করোনা ভাইরাস নিয়ে একদল রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের খবরে স্থানীয় বাসিন্দারা আতংকগ্রস্ত হয়ে পড়েছে। এ খবরকে অনেকে ‘গুজব’ বলে মন্তব্য করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ৮ টা থেকে সীমান্তবর্তী এলাকাসমূহে এ খবর ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় জনগণ নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠার সময় পার করছে। কঠোর অবস্থান নিয়েছে সীমান্ত প্রহরী বাহিনী বিজিবি।
পাশাপাশি পাড়ায় মহল্লায় মাইকিং করেছে স্থানীয় প্রশাসন।

টেকনাফের সংবাদকর্মী জাকারিয়া আলফাজ বলেন, ‘শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে সম্ভবত শুক্রবার ভোররাতে রোহিঙ্গাদের একটা দল ঢুকেছে, জানিনা করোনা আক্রান্ত দলটা কিনা? তথ্য অনুসন্ধান চলছে।’

এদিকে, উখিয়া সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে খবরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় মাইকিং করে স্থানীয়দের সর্তক থাকতে বলা হয়েছে।

ইউপি সদস্য সুলতান আহমদ বলেন, ‘রাতে সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার পক্ষে আমাদের অবহিত করে, বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা চালাতে পারে। এমন খবরে আমার এলাকায় বেশ কয়েকটি মসজিদের মাইকিং করে এই বিষয়ে সর্তক করা হয়েছে।’

জানতে চাইলে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘আঞ্জুমানপাড়ার মেদির খাল সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়টি নিয়ে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবির সঙ্গে কথা হয়েছে, তারা সর্তক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে।
তিনি বলেন, ‘অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত। ফলে চিকিৎসার জন্য এপারে ঢোকার চেষ্টা চালাচ্ছ।’
তবে, এ খবরকে একটি নিছক ‘গুজব’ মন্তব্য করেছেন স্থানীয় অনেক বাসিন্দা।

পালংখালীর বাসিন্দা এডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ‘করোনা আতংকের এই সময়ে এ সমস্ত অনির্ভরযোগ্য কথাবার্তা প্রচারের দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্ত ও আতংকিত। বিশ্বস্বাস্থ্য সংস্থার বিবৃতিতে যেখানে মিয়ানমারে মাত্র ২ জন করোনা আক্রান্ত পেয়েছে বলা হয়েছে, সেখানে ১৫০ রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে ঢুকার কথা অবিশ্বাসযোগ্য। এমন কথা কতটুকু সত্য প্রচারের আগে তা যাচাই করা দরকার।’
যারা করোনা ভাইরাস নিয়ে আতংক ও গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার বলে জানান এডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান।
গত ২৪ মার্চ প্রকাশিত খবর অনুযায়ী মিয়ানমারে প্রথম দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্রে আলজাজিরা জানায়, আক্রান্ত দুই নাগরিকের একজন যুক্তরাষ্ট্র এবং অপরজন যুক্তরাজ্য ফেরত। যাদের বয়স যথাক্রমে ৩৬ বছর এবং ২৬ বছর।
আক্রান্ত দুই ব্যক্তির সঙ্গে কারা কারা সংস্পর্শে এসেছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে চীন থেকে কভিড-১৯ এর উৎপত্তি। দেশটির সঙ্গে মিয়ানমারের বিশাল সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৬০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে গেলেও সামরিক বাহিনী নিয়ন্ত্রিত মিয়ানমার কোনো ধরনের আক্রান্তের খবর জানাচ্ছিল না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।