৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

কঠিন চীবর উৎসবে মুখর উখিয়ার “মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধ বিহার”

img20161107152518
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দানশ্রেষ্ঠ, দানরাজা কঠিন চীবর দানোৎসবকে ঘিরে মুখর হয়ে উঠেছ কক্সবাজারের সমুদ্র জনপদের উখিয়ার পশ্চিম মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধ বিহার। বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষবাস শেষে প্রবারণা পূর্ণিমা উৎসব অনুষ্ঠানের পরপরই শুরু হয়েছে মাসজুড়ে কঠিন চীবর দানোৎসব। তারই ধারাবহিকতায় ৭ নভেম্বর সোমবার উখিয়ার ঐতিহ্যবাহী পশ্চিম মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল কঠিন চীবর দানোৎসব।
img20161107110945

অনুষ্ঠানে সকাল ৯.০০ ঘটিকায় অষ্টপরিস্কার সহ সংঘদান ও দুপুর ২ ঘটিকায় দান সভার কার্য অারম্ভ হয়, মহতী পূণ্যময় দানোনুষ্ঠানে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি ও রুমখা মহাজন পাড়া মৈত্রী বিহারের সুযোগ্য বিহার অধিপতি এস ধর্মপাল মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্টানে অাশীর্বানী প্রদান করেন মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধ বিহারের পরিচালক বিমল জ্যোতি মহাথের। এতে প্রধান সদ্ধর্মদেশকের অাসন অলংকৃত করেন বিশ্বজ্যোতি মিশন কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক বিনশীল কুশলায়ন মহাথের। এছাড়া সদ্ধর্ম দেশনা করেন ইন্দ্রবংশ মহাথের, শুভানন্দ থের, জ্যোতি লংকার থের, জ্যোতি প্রজ্ঞা থেরসহ অারো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষু গণ। অারো উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম. মনজুর অালম সহ মান্যবর ব্যাক্তিবর্গ।
img20161107143648
উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতায় সোমবার রাত ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় বুদ্ধ ও অানন্দের ধারা নিয়ে বুদ্ধ কীর্তন এবং বুদ্ধ কীর্তন পরিবেশন করেন চট্টগ্রাম থেকে অাগত সুখলাল বড়ুয়া এবং রামু থেকে অাগত মহেন্দ্র বড়ুয়া।
img20161108014914

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।