৮ মে, ২০২৫ | ২৫ বৈশাখ, ১৪৩২ | ৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

কক্সবাজারের সাইদুল ‘র‍্যাব-১১’ এর শ্রেষ্ঠ কন্সটেবল নির্বাচিত

কক্সবাজারের কৃতি সন্তান সাইদুল ইসলাম ‘র‍্যাব-১১’ এর শ্রেষ্ঠ কন্সটেবল নির্বাচিত হয়েছেন।গত ২৫ তারিখ(রবিবার) র‍্যাবের নারায়নগঞ্জ দরবার হলে র‍্যাবের সিও লেফটেন্যান্ট শমসের উদ্দিন পিএসসি তার হাতে শ্রেষ্ঠ কন্সটেবল(অভিযানিক)পুরষ্কার তুলে দেন।

শ্রষ্ঠ কন্সটেবল নির্বাচিত হওয়ার পরে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সাঈদুলের আরো উত্তোরোত্তর সফলতা কামনা করেন। এলাকাবাসী জানান,সাইদুল ছোটবেলা থেকে খুব অমায়িক ছিল,সে এলাকার গর্ব।

সাইদুল ইসলাম ২০১২ সালে বাংলাদেশ পুলিশ এবং ২০১৯ সালে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব)-এ যোগদান করেন।যোগদানের পর থেকেই সাইদুল ইসলাম অপরাধ নির্মুল অভিযানে সততা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

মোঃসাইদুল ইসলাম,কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা এবং কক্সবাজার সরকারী কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক চৌধুরীর ছেলে ।সন্তানের এমন সফলতায় পিতা মাহমুদুল হক চৌধুরী উচ্ছ্বাস এবং গর্বের সাথে বলেন,সাঈদুলকে ছোটবেলা থেকে সাহসিকতা,সততা এবং দেশপ্রেমের শিক্ষাই দিয়েছি।আমার সন্তান আমার শিক্ষা রক্ষা করেছে।আমি আমার সন্তানকে নিয়ে গর্বিত।

শ্রেষ্ঠ কন্সটেবল নির্বাচিত হওয়ার পরে সাইদুল ইসলাম জানান,”দেশের শান্তি,শৃঙ্খলা রক্ষায় সততার সাথে সবসময় নিয়োজিত ছিলাম এবং আগামীতেও নিয়োজিত থাকব।এই পুরষ্কার আমাকে দায়িত্বশীলতায় অনুপ্রাণিত করেছে।”

মোঃসাইদুল ইসলাম ২০০৯ সালে খরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি,২০১১ সালে কক্সবাজার সিটি কলেজ থেকে এইচ.এস.সি এবং ২০১৯ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে ডিগ্রী পাস করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।