১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

কক্সবাজারে ৭ মানব পাচারকারী গ্রেফতার

Coxsbazar-Kidnuf-recover-news
 কক্সবাজার জেলায় পুলিশ অভিযান চালিয়ে ৭ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।

রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।এর মধ্যে টেকনাফের শাহপরীরদ্বীপের কোনাপাড়া থেকে মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইউনুছ ওরফে মাইক ইউনুছকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি ২০০৭ সালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ২০০ যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

অন্যদিকে টেকনাফের সাবরাং থেকে মানব পাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।

এরা হলো টেকনাফের সাবরাং এলাকার দরবেশ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), মৃত হোসেন মিয়ার ছেলে মোহাম্মদ আমিন (৩৫), মৃত ইসহাক মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (৩২) ও নুর আহমদের ছেলে ছৈয়দ আহমদ (২৬)।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তারা পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী।  এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে উখিয়া থানা পুলিশ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে মৃত নজির আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩০) ও জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকা থেকে নুরুল ইসলাম ওরফে কালুর ছেলে সেলিম উদ্দিনকে (৩২) গ্রেফার করেছে পুলিশ।

উখিয়ার থানা পুলিশের পরিদর্শক (ওসি) জহিরুল ইসলাম খান জানান, এই দুজনের বিরুদ্ধে মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।