১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজারে ৭ মানব পাচারকারী গ্রেফতার

Coxsbazar-Kidnuf-recover-news
 কক্সবাজার জেলায় পুলিশ অভিযান চালিয়ে ৭ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।

রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।এর মধ্যে টেকনাফের শাহপরীরদ্বীপের কোনাপাড়া থেকে মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইউনুছ ওরফে মাইক ইউনুছকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি ২০০৭ সালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ২০০ যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

অন্যদিকে টেকনাফের সাবরাং থেকে মানব পাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।

এরা হলো টেকনাফের সাবরাং এলাকার দরবেশ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), মৃত হোসেন মিয়ার ছেলে মোহাম্মদ আমিন (৩৫), মৃত ইসহাক মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (৩২) ও নুর আহমদের ছেলে ছৈয়দ আহমদ (২৬)।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তারা পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী।  এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে উখিয়া থানা পুলিশ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে মৃত নজির আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩০) ও জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকা থেকে নুরুল ইসলাম ওরফে কালুর ছেলে সেলিম উদ্দিনকে (৩২) গ্রেফার করেছে পুলিশ।

উখিয়ার থানা পুলিশের পরিদর্শক (ওসি) জহিরুল ইসলাম খান জানান, এই দুজনের বিরুদ্ধে মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।