
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) কার্যনির্বাহী কমিটির দু’দিনব্যাপী সভা এবার পর্যটন রাজধানী কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। ৬ নভেম্বর রোববার সকালে সাগর পাড়ের তরকামানের হোটেল কক্স টুডে’র সম্মেলন কক্ষে এ সভা শুরু হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এই সভায় যোগদানের জন্য সারাদেশের দশটি ইউনিয়নের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিএফইউজের কেন্দ্রীয় নেতারা আজ সকালে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল জানিয়েছেন- সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজারের গুরুত্বপর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন। এছাড়াও তাঁরা কক্সবাজারের সাংবাদিকদের সাথে নিয়ে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিবেন। বিএফইউজের কার্যনির্বাহী কমিটির এই সভা সফল করার জন্য স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন সিবিইউজে নেতৃবৃন্দ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।